No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    নভেম্বরেই নতুন ইনিংস শুরু জাহিরের 

    নভেম্বরেই নতুন ইনিংস শুরু জাহিরের 

    Story image

    নভেম্বরের ২৭ তারিখ। বেজে উঠবে সানাই। ছাদনা তলায় এসে দাঁড়াবেন জাহির খান। জীবনের নতুন ইনিংস খেলতে নামছেন জাহির খান। আর তাঁর বোলিং সামলাবেন বলিউডি অভিনেত্রী সাগরিকা ঘাটকে।

    আরও পাঁচটা বলিউড-বাইশ গজের যোগের মত দীর্ঘদিন আগে থেকেই চলছিল দু'জনের প্রেম পর্ব। হট এই কাপল এ বছর মে মাসে এনগেজমেন্ট সেরে নেন। আন্তর্জাতিক কেরিয়ার থেকে অবসর নেওয়ার পর দ্বিতীয় ইনিংস খেলার সিদ্ধান্ত নিয়েছেন জাহির।

    চাক দে ইন্ডিয়ার অভিনেত্রী সাগরিকা জানিয়েছেন , 'জাহির গোপনে আমাদের এনগেজমেন্ট প্ল্যান করেছিল। আমি এই বিষয়ে কিছুই জানতাম না। কখন আমার জন্য এত সুন্দর আংটি কিনেছে আমি সেটাও জানতাম না। ওই মুহূর্তটা আমার জীবনে একইরকম স্মরণীয় হয়ে থাকবে’।এনগেজমেন্ট অনুষ্ঠানে হাজির ছিলেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, রোহিত শর্মা, মহম্মদ কাইফ, যুবরাজ সিং।

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @