No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    দেশের প্রাদেশিক বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে তৃতীয় স্থানে যাদবপুর

    দেশের প্রাদেশিক বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে তৃতীয় স্থানে যাদবপুর

    Story image

    বিতর্ক তার পিছু ছাড়ে না। সব উপেক্ষা করেও বিশ্বের মানচিত্রে সেরার সেরা জায়গা করে নিজেদের সাফল্যের কথা বারবার বুঝিয়ে দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। কিছুদিন আগেই কিউএস র‍্যাঙ্কিংয়ে যাদবপুরের স্থান ছিল তেরোতে। এবার দেশের প্রাদেশিক বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে তৃতীয় স্থান পেল যাদবপুর।

    এমনটাই দেখা যাচ্ছে ‘টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২১’-এর তালিকায়। যাদবপুরের আগে রয়েছে সাবিত্রীবাঈ ফুলে পুণে বিশ্ববিদ্যালয় এবং পঞ্জাব বিশ্ববিদ্যালয়। পূর্বাঞ্চলের প্রাদেশিক বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে যাদবপুর রয়েছে প্রথম স্থানে। এশিয়ার সব বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে তার স্থান ২০১ থেকে ২৫০-এর মধ্যে।এ প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস জানিয়েছেন, ‘‘পরপর দু’টি র‌্যাঙ্কিংয়ে যাদবপুর গুরুত্বপূর্ণ জায়গায় পেয়েছে। এটা অত্যন্ত গর্বের। এই সাফল্যের পিছনে রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকের উদ্যোগ ও পরিশ্রম। অতিমারির সময়েও গবেষণায় ছেদ পড়েনি। পঠনপাঠনও অনলাইনে চলেছে। পাশাপাশি রয়েছে রাজ্য সরকারের সহযোগিতা।’’

    করোনায় দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর মানবিক কাজে যাদবপুরের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ছাত্রছাত্রীদের মিলিত প্রচেষ্টায় তৈরি করা হয় সেফ হোম। এছাড়াও গতবছর থেকেই রমরমিয়ে চলছে যাদবপুর শ্রমজীবী ক্যান্টিন। পাশাপাশি অনলাইনে চলছে পড়াশোনা। আটকে নেই গবেষণার কাজও। যাদবপুরের পরপর সাফল্যে খুশি ছাত্রছাত্রী, শিক্ষাকর্মী এবং অধ্যাপকেরা।

     

    Tags:

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @