No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    প্লাস্টিকের দূষণ আটকাতে তৈরি হচ্ছে পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী – বিপ্লব, আইভিদের অভিনব বার্তা

    প্লাস্টিকের দূষণ আটকাতে তৈরি হচ্ছে পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী – বিপ্লব, আইভিদের অভিনব বার্তা

    Story image

    প্লাস্টিক ক্যারিব্যাগ বিশ্বকে ক্রমশ ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। এই নিয়ে চারদিকে প্রতিবাদ হচ্ছে। কখনও রাস্তায় নেমে কখনও সোশ্যাল মিডিয়ায়। কিন্তু নিজ উদ্যোগে ঠিকঠাক জোরালো ব্যবস্থা নেওয়া হচ্ছে কি? হয়তো হচ্ছে। তেমন ক’জনের খোঁজই বা আমরা রাখি! ঠিক যেমন উত্তর দিনাজপুর রায়গঞ্জের বাসিন্দা বিপ্লব কুমার মণ্ডল, তাঁর মা জ্যোৎস্নারানি মণ্ডল এবং শিলিগুড়ির আইভি মুখোপাধ্যায় এমনই একটি উদ্যোগে সামিল হয়েছেন। সম্প্রতি আমাদের কাছে এসে পৌঁছেছে তাঁদের ভিন্নধর্মী কাজের নিদর্শন। যা শিল্পগুণে কোনো অংশে কম নয়।

    প্লাস্টিক ক্যারিব্যাগের দূষণ আজকের দিনে পরিবেশের জন্য এক বিরাট সমস্যা। প্লাস্টিক ক্যারিব্যাগ নষ্ট হয় না। ফলে আমাদের ব্যবহার করা ক্যারিব্যাগ মাটিতে পড়ে থেকে বৃষ্টির জলকে  ভূগর্ভে  পৌঁছতে দেয় না। ক্ষতি হয় মাটির এবং সমানভাবে জলেরও। বিভিন্ন এলাকায় প্লাস্টিককে নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন। কিন্তু তারপরেও বন্ধ হয়নি ক্যারিব্যাগের ব্যবহার। এর মধ্যেই কিছু মানুষ প্লাস্টিক ক্যারিব্যাগকে কীভাবে পুনর্ব্যবহার করা যায়, তারজন্য নিজস্ব উদ্ভাবনী ক্ষমতা প্রয়োগ করে কাজে নেমেছেন। ঠিক যেমন উত্তর দিনাজপুর রায়গঞ্জের কর্ণজোড়া অঞ্চলের বাহিন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিপ্লব কুমার মণ্ডল। তিনি রাস্তায় ফেলে দেওয়া প্লাস্টিক ক্যারিব্যাগ বাড়িতে কুড়িয়ে আনেন প্রতিদিন। তারপর সেসব ক্যারিব্যাগ থেকে তৈরি করেন ঘরে ব্যবহার করার সামগ্রী যেমন- ফুলদানি, টুপি, ছোটো ব্যাগ, কলম দানি। বিপ্লববাবুর মা অবসরপ্রাপ্ত  শিক্ষিকা জ্যোৎস্নারানি মণ্ডলও এই ধরনের কাজে যুক্ত হয়ে গেছেন। আবার বিপ্লববাবুর স্ত্রী স্নেহলতা মণ্ডলও হাতের কাজকে পোক্ত করে তুলেছেন ফেলে দেওয়া প্লাস্টিক সামগ্রী দিয়ে৷

    প্লাস্টিকের পাশাপাশি ফেলে দেওয়া বিভিন্ন সামগ্রী, যেমন চিপস ইত্যাদি দিয়েও অনেক পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী তৈরি করছেন তিনি। এমনকি বিপ্লববাবু তাঁর স্কুলে ছোটো ছেলেমেয়েদের পড়ানোর ফাঁকে প্লাস্টিক ক্যারিব্যাগের পুনর্ব্যবহারের উপর হাতের কাজ বহু শিশুকে শিখিয়ে চলেছেন। তিনি বলেন, দূষণ ঠেকাতে প্লাস্টিক ক্যারিব্যাগকে পুনর্ব্যবহার করতে হবে। আর সবাই মিলে এই ভাবনা না ভাবলে সামনে পরিবেশের আরও বিপর্যয় ঘটবে। বিপ্লববাবু এভাবে নানারকম হাতের কাজ ও অন্য শিল্পকর্ম, যেমন ছবি আঁকা ইত্যাদির মাধ্যমে ছেলেমেয়েদের নৈতিকতা বৃদ্ধিতেও কাজে নেমেছেন।

    অপরদিকে শিলিগুড়ি পূর্ব বিবেকানন্দ পল্লীর গৃহবধূ আইভি মুখোপাধ্যায়ও প্লাস্টিক ক্যারিব্যাগ থেকে ফুলের সাজি, ব্যাগ ইত্যাদি তৈরি করছেন৷ তিনি স্কুলের কিছু ছেলেমেয়েকেও তাঁর এই হাতের কাজ শিখিয়ে চলেছেন। তিনিও বলেন, প্লাস্টিক ক্যারিব্যাগের দূষণ আটকাতে হলে এই মুহূর্তে পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী তৈরি করা ছাড়া উপায় নেই। প্রতি রবিবার শিলিগুড়ি চার্চ রোডে জৈব কৃষির হাট বসছে। সেই হাটে গিয়ে বসছেন আইভিদেবী। জৈব কৃষি হাটে বেড়াতে আসা দেশি-বিদেশী পর্যটকরাও এসব সামগ্রী দেখে বেশ খুশি হচ্ছেন, কিনছেন। সর্বোপরি তাঁদের কাজের মাধ্যমে সমস্ত বার্তা পৌঁছে যাচ্ছে বিশ্বে। শিল্পের মধ্যে দিয়ে সময়ের প্রতিবাদ কোনো নতুন বিষয় নয়। তা কীভাবে হবে উপায় খুঁজে বের করতে হবে আমাদেরও। যাঁরা প্রতিবাদে সামিল হচ্ছেন, তাঁদের পাশে দাঁড়াতে হবে। এই দায়িত্ব আমাদের সবার। শিলিগুড়ির ভ্রমণ গবেষক রাজ বসু এই ধরনের মৌলিক কাজকে তারিফ করছেন।

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @