No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    এবারের জগদ্ধাত্রী পুজোর সঙ্গী মন্ত্রী-সংগীতশিল্পী ইন্দ্রনীল সেন-এর গান

    এবারের জগদ্ধাত্রী পুজোর সঙ্গী মন্ত্রী-সংগীতশিল্পী ইন্দ্রনীল সেন-এর গান

    Story image

    তিনি তথ্যসংস্কৃতি এবং পর্যটন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, চন্দননগরের বিধায়কও। মাথার উপর এত বড়ো দায়িত্ব থাকা সত্ত্বেও তিনি তাঁর শিকড়কে ভোলেননি, ভুলে যাননি তিনি একজন সংগীতশিল্পী। তিনি ইন্দ্রনীল সেন। তাই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে চন্দননগরবাসী এবং আপামর সংগীতপ্রেমীদের বিশেষ গান বেঁধে উপহার দিলেন তিনি। দিন কয়েক আগে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে সেই গান এবং তাঁর কণ্ঠে ‘জয় মা জগদ্ধাত্রী’ ইতিমধ্যেই জনপ্রিয়।

    চন্দননগরের মণ্ডপ, আলোকসজ্জা, প্রতিমা সবকিছুই বিখ্যাত। এ বার জগদ্ধাত্রী পুজোর আবেগ এবং জাঁকজমকের সঙ্গেই চন্দননগরবাসীদের বাড়তি পাওনা তাঁদেরই বিধায়কের গান। ইতিমধ্যেই ইউটিউবে এক লক্ষেরও বেশি মানুষ এই গানটি দেখে ফেলেছেন। ইন্দ্রনীলের এই প্রচেষ্টায় মুগ্ধতা প্রকাশ করেছেন অনেকেই।চন্দননগরের জগদ্ধাত্রী পুজো সুষ্ঠুভাবে পালনের জন্য আগে থেকেই উদ্যোগী হয়েছিলেন ইন্দ্রনীল। গত অগস্ট থেকে পুজো কমিটির সদস্যদের টিকা দেওয়ার কাজ শুরু হয়েছিল তাঁর তত্ত্বাবধানে। সরকারের এই উদ্যোগে খুশি হয়েছিলেন পুজো কমিটির সদস্যরাও।

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @