No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    মাতৃভাষার জন্য সাইকেলে কলকাতা থেকে ঢাকা 

    মাতৃভাষার জন্য সাইকেলে কলকাতা থেকে ঢাকা 

    Story image

    “বাংলা কখনও হয় না ভাগ / বাংলা ভাষায় আমরা এক”
    এই মন্ত্রকে সম্বল করে পথ চলা শুরু করলেন ২১ জন সাইকেল যোদ্ধা। এঁরা কেউ আগ্নেয়াস্ত্র নিয়ে যুদ্ধ করেন না, সাইকেলই এঁদের অস্ত্র। সবাই এঁরা সম্প্রীতির সৈনিক। দুই বাংলার সাংস্কৃতিক মেলবন্ধনকে আরও জোরদার করতে পথে নেমেছেন এই মানুষেরা। দুই দেশের বরেণ্য দুই বীর – নেতাজি সুভাষচন্দ্র বসু আর বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে এবং বাংলা ভাষার গরিমাকে উদযাপন করতে ২০১২ সাল থেকে হয়ে আসছে ভারত-বাংলাদেশ ক্রস বর্ডার আন্তর্জাতিক সাইকেল র‍্যালি। এবছর নেতাজির আজাদ হিন্দ ফৌজের ৭৫ বছর পূর্তি এবং বঙ্গবন্ধুর শততম জন্মদিন উপলক্ষ্যে এই র‍্যালি নতুন মাত্রা পেয়েছে। ফেব্রুয়ারি মাসের আলাদা গুরুত্ব রয়েছে বাঙালির কাছে। এই মাসেই মাতৃভাষার জন্য বুকের রক্ত ঝরিয়েছিলেন রফিক, সালাম, বরকতের মতো তাজা যুবকেরা। সেই ভাষাশহিদদের সম্মান জানাতে ফেব্রুয়ারিতেই আয়োজন করা হয়েছে র‍্যালিটির।   

    ‘রোটারি ক্লাব অব সাতক্ষীরা’ এবং ‘রোটারি ক্লাব অব ঢাকা প্রিমিয়ার’-এর যৌথ উদ্যোগে ভারত-বাংলাদেশ বন্ধুত্বের স্মারক হিসেবে গত বৃহস্পতিবার কলকাতায় নেতাজি সুভাষের বাসভবন থেকে সাইকেলে যাত্রা শুরু করেন ‘হানড্রেড মাইলস’-এর সদস্যরা। নেতাজি পরিবারের লোকসভা সদস্য কৃষ্ণা বসু র‍্যালির উদ্বোধন করেন।‘ভাষা সূত্র ২০১৯’ শিরোনামে ব্যানার, ভারত ও বাংলাদেশের জাতীয় পতাকা এবং নেতাজি ও বঙ্গবন্ধুর ছবি হাতে নিয়ে শুক্রবার সকালে সাইকেল আরোহীরা পৌঁছন বসিরহাটে। সেখানে বসিরহাট পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় তাঁদের। ওই দুপুরেই তাঁরা ওল্ড সাতক্ষীরা রোড ধরে ঘোজাডাঙা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টে তাঁদের স্বাগত জানান ‘রোটারি ক্লাব অব সাতক্ষীরা’-র সদস্যরা। সেই রাত্তিরটি সাতক্ষীরায় কাটিয়ে সাইকেল অভিযাত্রীর দল ঢাকার দিকে রওনা দেন। 

      

    সাত দিনে ৪২৫ কিলোমিটার পথ অতিক্রম করে আজ ২১ ফেব্রুয়ারি ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে হাজির থেকে এই ২১ জন সাইকেল যোদ্ধা ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তাঁরা। ওই সময়ে তাঁরা ২১শে ফেব্রুয়ারি ১৯৫২-র বীর শহিদদের সেলাম জানানোর পাশাপাশি বাংলাদেশ ও ভারতে –  দুই দেশের দুই মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন। দুই জাতির স্বাধীনতা অর্জনে তাদের বীরোচিত ভূমিকার কথাও তুলে ধরবেন। ধানমন্ডিতে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে শেষ হবে এই সাইকেল র‍্যালি।  

     

    Tags:

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @