২০২৫-এর হোলবার্গ পুরস্কার পেলেন ভারতীয় চিন্তাবিদ গায়ত্রী চক্রবর্তী স্পিভাক

বিশিষ্ট বাঙালি তথা ভারতীয় চিন্তাবিদ গায়ত্রী চক্রবর্তী স্পিভাক (Gayatri Chakravorty Spivak)-কে ২০২৫ সালের হোলবার্গ পুরস্কার (2025 Holberg Prize) প্রদান করা হচ্ছে। সাহিত্যের তত্ত্ব এবং দার্শনিক চিন্তায় তাঁর বিপ্লবী অবদানের জন্য এই সম্মান দেওয়া হচ্ছে। উল্লেখ্য, এই পুরস্কারটিকে আর্টস ও হিউম্যানিটিজ়ের ক্ষেত্রে নোবেল পুরস্কারের সমতুল্য গণ্য করা হয়।
গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের ‘স্ট্র্যাটেজিক এসেনশিয়ালিজম’ এবং ‘গ্লোবাল ক্রিটিক্যালিটি’ ধারণাগুলো আজও ব্যাপকভাবে ব্যবহৃত ও আলোচিত। গায়ত্রীর শিক্ষায় শিক্ষিত হয়েছে বহু ছাত্রছাত্রী-গবেষক।
হোলবার্গ কমিটির চেয়ার হেইকে ক্রিগার বলেছেন, “একজন জনবুদ্ধিজীবী এবং সমাজকর্মী হিসেবে, স্পিভাক পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন দেশের প্রান্তিক গ্রামীণ সম্প্রদায়ের মধ্যে নিরক্ষরতা দূর করতে কাজ করেছেন। তিনি শিক্ষা উদ্যোগ প্রতিষ্ঠা করেছেন, অর্থ দিয়েছেন এবং সরাসরি অংশগ্রহণ করেছেন। স্পিভাকের কাছে সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তিক কাজের সঙ্গে স্থানীয় উদ্যোগের সমন্বয় জরুরি, যা বুদ্ধিবৃত্তিক উপনিবেশবাদের বিকল্প তৈরি করতে পারে।” কমিটি আরও জানিয়েছে, তাঁর ‘স্ট্র্যাটেজিক এসেনশিয়ালিজম’ এবং ‘গ্লোবাল ক্রিটিক্যালিটি’ ধারণাগুলো আজও ব্যাপকভাবে ব্যবহৃত ও আলোচিত। গায়ত্রীর শিক্ষায় শিক্ষিত হয়েছে বহু ছাত্রছাত্রী-গবেষক।
গত ১৩ মার্চ গায়ত্রীর নাম ঘোষণা করলেও আগামী ৫ জুন নরওয়ের বেরজেন বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে ওই পুরস্কার তাঁর হাতে তুলে দেবেন সে দেশের যুবরাজ হাকোন।
১৯৪২ সালে কলকাতায় জন্মগ্রহণকারী গায়ত্রী চক্রবর্তী স্পিভাক প্রেসিডেন্সি এবং কর্নেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী। বর্তমানে তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটিজ বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তাঁকে বর্তমান সময়ের অন্যতম প্রভাবশালী আন্তর্জাতিক বুদ্ধিজীবী হিসেবে গণ্য করা হয়।
যদিও শুধু বুদ্ধিজীবী বললে, ওঁর সম্পর্কে কমই বলা হয়। গায়ত্রী চক্রবর্তী স্পিভাক একজন সাহিত্যতাত্ত্বিক, দার্শনিক ও নৃতাত্ত্বিক, যিনি উত্তর-ঔপনিবেশিক তত্ত্ব এবং নারীবাদী বিশ্লেষণে বিশেষ অবদান রেখেছেন। তাঁর সবচেয়ে প্রভাবশালী কাজ Can the Subaltern Speak? যেখানে নিম্নবর্গীয় ও দলিত মানুষের কণ্ঠস্বর ও প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি দেরিদার অনুবাদক হিসেবেও পরিচিত। গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের গুরুত্বপূর্ণ গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য: Can the Subaltern Speak? (1988), The Post-Colonial Critic: Interviews, Strategies, Dialogues (1990), Death of a Discipline (2003), Other Asias (2008), An Aesthetic Education in the Era of Globalization (2012) ইত্যাদি। গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের প্রথম বাংলা বই: অপর, যা অনুষ্টুপ থেকে প্রকাশিত হয়।
আরও পড়ুন: বিজ্ঞান গবেষণায় দেশে প্রথম কলকাতা
আর্টস ও হিউম্যানিটিজ়ের নোবেল বলে পরিচিত এই পুরস্কার আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রীর দীর্ঘ কেরিয়ারের অসংখ্য স্বীকৃতি ও সম্মানের মুকুটে অন্যতম পালক। গত ১৩ মার্চ গায়ত্রীর নাম ঘোষণা করলেও আগামী ৫ জুন নরওয়ের বেরজেন বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে ওই পুরস্কার তাঁর হাতে তুলে দেবেন সে দেশের যুবরাজ হাকোন। পুরস্কারের অর্থমূল্য ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৬ কোটি টাকা।