কানাডায় প্রধানমন্ত্রিত্বের দাবিদার ভারতীয় বংশোদ্ভূত শিখ

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে রাজনীতির ময়দানে চ্যালেঞ্জ জানাচ্ছেন এক ভারতীয় বংশোদ্ভূত শিখ। নাম জগমীত সিং (৩৮)। বিরোধী দলের সর্বোচ্চ আসনে বসা জগমীত দারুণ বক্তা, স্যোশাল মিডিয়ায় স্বচ্ছ্বন্দ ও মানুষের কথা বলতে পছন্দ করেন।
জগমীতের বাবা পাঞ্জাবি উদ্বাস্তু ছিলেন। সেখান থেকে কানাডার নাগরিকত্ব পান। জগমীত সাদা চামড়ার বাইরে প্রথম ব্যক্তি হিসাবে বিরোধী দল নিউ ডেমোক্র্যাটিক পার্টির নেতা নির্বাচিত হয়েছেন।
দলের মধ্যে ৫৩.৬ শতাংশ ভোট পেয়েছেন তিনি। আর তারপরই ২০১৯ সালের কানাডার ফেডেরাল নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হওয়ার ডাক দিয়েছেন তিনি। এখন থেকেই প্রচার করবেন বলে জানিয়েছেন তিনি।
গত সেপ্টেম্বর মাসে এক শ্বেতাঙ্গ মহিলা তাঁকে হেনস্থা করার চেষ্টা করেন। জগমীত তাঁকে উল্টে ভালোবাসা ও সৌভ্রাতৃত্বের কথা শোনান। সেই ভিডিও ভাইরাল হয়ে জগমীতকে আরও জনপ্রিয় করে তুলেছে।
তবে বিরোধী দলের নেতা হলেও জাস্টিন ট্রুডোর সরকারেও তিনজন শিখ মন্ত্রী রয়েছেন। সবমিলিয়ে ৩৩৮ জনের হাউস অব কমন্সে ২০ জন ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান রয়েছেন যার মধ্যে ১৮ জন শিখ। ফলে অনেকটা লড়াই করতে হবে জগমীতকে।