No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    সিনেমা ও জীবনে রবি ঘোষ ছিলেন গল্প হলেও সত্যি-র ‘ধনঞ্জয়’

    সিনেমা ও জীবনে রবি ঘোষ ছিলেন গল্প হলেও সত্যি-র ‘ধনঞ্জয়’

    Story image

    সুখ বলে ওঠো সারি...ঘুমায়ো না আর

    এ জীবন গেলে ফিরে আসে না আবার...

     

    ছোট্ট পিন্টু ঘুম থেকে উঠে পড়েছে কাকভোরে, বাড়ির বড়রা তখনও ঘুমিয়ে। সকলের ঘুম ভাঙছে পিন্টুর এই প্রভাতী গানে। এই গান তাকে শিখিয়ে দিয়েছে উল্কার মতো দুম করে আছড়ে পড়া ‘কাজের লোক’ ধনঞ্জয়। ধনঞ্জয় নারকেল মালা দিয়ে কলতলার শ্যাওলা ২মিনিটে সাফ করে দেয়, সাধারণ এঁচোড়-কোপ্তায় পাঁঠার মাংসের অতুলনীয় স্বাদ আনে, ছোট দাদাবাবুকে গানের সুর বাঁধতে সাহায্য করে, বাড়ির বৌ-দের চা জলখাবার করে খাওয়ায়, মা-বাপ মরা কিশোরী মেয়ের মুখে হাসি ফোটায়... এভাবে সারাদিনই সকলের জন্য কিছু না কিছু করে মন ভালো রাখে ধনঞ্জয়। ধনঞ্জয় মানে মুশকিল আসান, সবার মুখে হাসি। আর ধনঞ্জয় মানেই রবি ঘোষ। ১৯৬৬ সালে বাংলায় যখন তীব্র হচ্ছিল খাদ্য আন্দোলন, ভেঙে যেতে শুরু করেছে একান্নবর্তী জীবন, সেই সময় তপন সিংহ বানিয়েছিলেন ‘গল্প হলেও সত্যি’। সিনেমা ও জীবনে রবি ঘোষই ছিলেন প্রকৃত অর্থে ‘ধনঞ্জয়’। কারণ...

    উত্তম-সৌমিত্রদের যুগেও তিনি ভাঙতে পেরেছিলেন ‘স্টিরিওটাইপ’ তকমা। সিনেমার ভাষ্যে নিয়ে এসেছিলেন একটা অন্য হাওয়া। যে হাওয়ায় সহজেই গা ভাসানো যায়, যে হাওয়ার রেশ থাকে বহু বহু বছর, কিন্তু তাকে ধরা বড্ড শক্ত। ‘বডিবিল্ডার’ হতে চাওয়া কালো, বেঁটে ওই লোকটাই সেই যুগে মিনার্ভা থিয়েটার হাউসফুল করতেন একাই। লোকে বলাবলি করত, রবি ঘোষ মানেই ‘একাই একশো’।

    বডিবিল্ডার’ হতে চাওয়া কালো, বেঁটে ওই লোকটাই সেই যুগে মিনার্ভা থিয়েটার হাউসফুল করতেন একাই। লোকে বলাবলি করত, রবি ঘোষ মানেই ‘একাই একশো’।

    তাঁর অভিনয়ের বিশেষ বৈশিষ্ট্যই ছিল হাস্যরসের মাধ্যমে সামাজিক রূঢ় বাস্তবিক ঘটনাগুলিকে দর্শকের সামনে উপস্থাপন করা। চার্লি চ্যাপলিন বলেছিলেন, “To truly laugh, you must be able to take your pain, and play with it.” তারপর আরও বলেছিলেন, “Life is a tragedy when seen in close-up, but a comedy in long-shot.” এই অমোঘ সমস্ত কথাগুলির সঙ্গে দৃশ্যত মানিয়ে যায় আমাদের প্রত্যেকের পছন্দের এক অভিনেতার নাম। ‘গল্প হলেও সত্যি’, ‘গুপী গাইন বাঘা বাইন’, ‘অভিযান’, ‘অরণ্যের দিনরাত্রি’, ‘হীরক রাজার দেশে’, ‘পদ্মানদীর মাঝি’, ‘বসন্ত বিলাপ’, ‘কাপুরুষ ও মহাপুরুষ’ এরকম অজস্র ছবিতে একের পর চুটিয়ে অভিনয় করে নিজের জাত চিনিয়েছিলেন। তাই একথা বলাই যায়, শুধু ভারত নয় বিশ্ব চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার ওরফে রবি ঘোষ। শুরুতেই বলেছিলাম তিনি ছিলেন ‘ধনঞ্জয়’, যাঁরা মুসাফিরের মতো নিখাদ আনন্দ অনুভব করাতে আসেন, আবার চলেও যান।

    ____

    প্রাপ্ত সম্মাননাঃ
    •    ‘অঙ্গার’ নাটকের জন্য উল্টোরথ (শ্রেষ্ঠ মঞ্চাভিনেতা) পুরস্কার ১৯৬০-এ।
    •    মরিশাস সরকারের আমন্ত্রণে ‘সত্যজিৎ রায় চলচ্চিত্র উৎসবে’ যোগদান। বাংলা চলচ্চিত্র প্রচার সংসদ কর্তৃক ‘সাবাস পেটো পাঁচু’ নাটকের জন্য শ্রেষ্ঠ মঞ্চাভিনেতার পুরস্কার।
    •    ‘গুপী গাইন বাঘা বাইন’-এর জন্য রাষ্ট্রপতি পুরস্কার।
    •    ‘গুপীবাঘা ফিরে এল’ ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার বিএফজে পুরস্কার।

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @