হোম কোয়ারেন্টাইনে হাতড়ে বেড়ানো শৈশব শুভজিৎ নস্করের ফটোগ্রাফিতে

“এগুলো হয়তো ঠিক কাজ নয়, কনফিউশন। আমাদের মধ্যে থাকা অনেকগুলো না পারা, অনেকগুলো হারিয়ে যাওয়া জিনিস – সবকিছুই তুলে ধরার চেষ্টা। আসলে এগুলো খুব ব্যক্তিগত কাজ। ব্যক্তিগত বলার কারণ, আমার ছোটোবেলাটা খুব একটা সুন্দর নয়। সেটা দারিদ্র্যের কারণে হোক বা অন্যান্য সামাজিক কারণেই হোক, প্রতিদিন আমার বাবা-মা আমায় বাড়িতে রেখে নিজেদের কর্মক্ষেত্রে যেতেন। আমি সেই বয়সের কথা বলছি, যখন মা সারাদিন টিউশন করত আর বাবা এদিক-সেদিক বিভিন্ন কাজ খুঁজে বেড়াত। তখন আমার বয়স তিন-চার বছর।” – নিজের কাজ নিয়ে কথা বলতে গিয়ে এইসব বাক্যগুলোই স্পষ্ট করে বলেন আলোকচিত্রী শুভজিৎ নস্কর।
এই দীর্ঘ সময়ের একা থাকাটা শুভজিৎকে অনেকখানি গুটিয়ে ফেলল। ঠিক যেন এই একলা ঘর আমার দেশ-এর মতন। ছোটোবেলায় বাড়িতে আটকে থাকা আর সাম্প্রতিক গৃহবন্দি হয়ে থাকা দুটোই শুভজিতের কাছে তাই অন্যরকম বার্তা নিয়ে আসে। আইসোলেশন, কোয়ারেন্টাইন শব্দগুলোর সঙ্গে স্বাভাবিকভাবেই জড়িয়ে গেছে শৈশব। এই মুহূর্তে হোম কোয়ারেন্টাইনে থাকার সময় তাঁর মনে পড়ছে ছোটোবেলার স্মৃতি। জলের মধ্যে ডেটল গুলে যাবার ছবি, দেওয়ালে শীর্ণ একটা টিকটিকি, উঠোনে টগর ফুলের গাছ সবকিছুই আবার তাঁর ভাবনায় উঠে আসছে। আজ ছবিমহলে রইল শুভজিৎ নস্করের কিছু ফটোগ্রাফি। যেখানে যুবকবেলার হাত ধরেছে শৈশব, যেখানে বড়ো বয়সের ব্যক্তিগত কিছু ভাবনা মিশে গেছে ছোটোবেলার একলা থাকার যন্ত্রণায়। আজ ছবিমহলের ৬৭তম পর্ব।
ক
খ
গ
ঘ
ঙ
চ
ছ
জ
ঝ
আলোকচিত্রী- শুভজিৎ নস্কর