No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    ভারতের সবথেকে পুরোনো হাইকোর্টের গল্প  

    ভারতের সবথেকে পুরোনো হাইকোর্টের গল্প  

    Story image

    ছুঁচলো খিলান, খিলানের উপরে সুন্দর ভাস্কর্য, বিশাল উঁচু ভবন, রঙিন কাচের জানলা, প্রধান দরজার পাশে দারুণ সব খোদাইয়ের কাজ – এসব নিয়ে গথিক স্থাপত্য তৈরি হয়। মধ্যযুগের ইউরোপীয় স্থাপত্যকে ভাবাই যায় না গথিক রীতিতে বানানো গির্জা কিংবা দুর্গগুলোকে বাদ দিয়ে। এমনকি ১৮ আর ১৯ শতকের বিখ্যাত গথিক সাহিত্য, যেগুলোর ভয়াল পরিবেশ এখনও মুগ্ধ করে সারা দুনিয়ার পাঠকে, সেই গল্প-উপন্যাসগুলোর পটভূমিতেও এই আলো-আঁধারে ঘেরা গথিক ভবনগুলো বেশ গা ছমছমে মেজাজ নিয়ে আসে। কলকাতা হাইকোর্ট সেই গথিক রীতি অনুযায়ী গড়ে উঠেছিল। বেলজিয়ামের ইপ্রি শহরে ক্লোথ হল নামের একটি প্রার্থনা ভবন রয়েছে। গথিক শিল্পকলার এক গুরুত্বপূর্ণ নিদর্শন সেটি। সেই ক্লোথ হলের অনুকরণেই নকশা করা হয়েছিল কলকাতা উচ্চ আদালতের। হাইকোর্টের ভবনগুলোকে তাই অনেকটা মধ্যযুগের ইউরোপিয়ান চার্চের মতো দেখতে। 

    ভারতের সবথেকে পুরোনো হাইকোর্ট রয়েছে আমাদের মহানগরেই। ব্রিটিশ শাসনকালে ১৮৬১ সালের হাইকোর্ট আইন অনুযায়ী ফোর্ট উইলিয়ামে কলকাতা উচ্চ আদালত তৈরি হয়েছিল ১৯৬২ সালের ১ জুলাই। তখন সেই আদালতের নাম ছিল হাই কোর্ট অফ জুডিকেচার অ্যাট ফোর্ট উইলিয়াম। এখনকার কলকাতা হাইকোর্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল ১৮৬৪ সালের মার্চ মাসে। মোটামুটি ৮ বছর সময় লেগেছিল গথিক স্থাপত্যটি বানাতে। বেলজিয়ামের যে বাড়িটির আদলে হাইকোর্ট তৈরি হয়েছিল, সেই ক্লোথ হল ভেঙে পড়ে প্রথম বিশ্বযুদ্ধের সময়ে। তখন ইপ্রি শহরের মেয়র কলকাতা হাইকোর্টের এক সেট প্ল্যান চেয়ে পাঠিয়েছিলেন। নতুন প্রার্থনা ভবনটি তখন এই শহরের হাইকোর্টের স্থাপত্যকে মডেল রেখে গড়ে তোলা হয়। যাই হোক, পরে আদালতের কাজকর্ম বাড়তে থাকায় কলকাতা হাইকোর্টের আরও দুটো ভবন তৈরি করা হয়েছিল।

    কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার বার্নেস পিকক। ১৮৭২ সালে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেছিলেন। প্রথম দিকে শুধু ইউরোপিয়ানদেরই হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ করা হত। পরে ভারতীয়রাও সে পদে নিজেদের যোগ্য বলে প্রমাণ করেন। শম্ভুনাথ পণ্ডিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় বিচারপতি। কাশ্মীরি ব্রাহ্মণ পরিবারের সন্তান শম্ভুনাথ পণ্ডিত একজন সাধারণ কর্মী হিসেবে দেওয়ানি আদালতে যোগ দিয়েছিলেন। কর্মজীবনের প্রথমে রেকর্ড কিপারের দায়িত্ব সামলেছেন। সেখান থেকে উন্নীত হন মুহুরির পদে। মুহুরি থাকার সময়ে একটা বই লিখে সেইই সময়কার ব্রিটিশ আইন ব্যবস্থার ত্রুটিগুলি সবার সামনে তুলে ধরেছিলেন। কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় প্রধান বিচারপতির নাম রমেশচন্দ্র মিত্র আর প্রথম পূর্ণকালীন ভারতীয় প্রধান বিচারপতি ছিলেন ফণিভূষণ চক্রবর্তী। এছাড়াও দ্বারকানাথ মিত্র, চন্দ্রমাধব ঘোষ, গুরুদাস বন্দ্যোপাধ্যায়, আশুতোষ মুখোপাধ্যায়ের মতো তাবড় লোকেরাও কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ অলঙ্কৃত করেছেন।  

    Tags:

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @