No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    হাবরায় জগদ্ধাত্রী পুজোর আয়োজন করে হিন্দু-মুসলমানের যৌথ কমিটি 

    হাবরায় জগদ্ধাত্রী পুজোর আয়োজন করে হিন্দু-মুসলমানের যৌথ কমিটি 

    Story image

    গত বছর হিন্দু-মুসলমানের সমবেত উদ্যোগে শুরু হয়েছিল জগদ্ধাত্রী পুজো। এলাকায় ইদের উৎসব, রক্তদান শিবিরের আয়োজন করে থাকে সেই উৎসব কমিটিই। এবার তাদের দ্বিতীয় বছরের পুজো নজর কেড়েছে সবার। 

    হাবরা-১ ব্লকের পৃথিবা গ্রাম পঞ্চায়েত এলাকা। বহুদিন ধরে হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের মানুষ এখানে একে অপরের উৎসবে অংশ নেন। আশেপাশের নানা জায়গা থেকে সাম্প্রদায়িক অশান্তির খবর পাওয়া গেলেও সেসবের আঁচ এখানে কখনো পড়েনি। বরং গত বছর এখানে জগদ্ধাত্রী পুজোর জন্য যে উৎসব কমিটি গড়া হয়েছিল, সেখানে ছিলেন দুই ধর্মের মানুষই। এবারো সেই পরম্পরা বজায় রাখা হয়েছে। সজল দে, বিজুলাল মজুমদারদের সঙ্গেই কমিটিতে রয়েছেন নেহাল আলি, আব্দুল রশিদরাও। কাঁধে কাঁধ মিলিয়ে তাঁরা পুজোর সব রকম ছোটো বড়ো কাজে অংশ নেন।

    এবার সেই জগদ্ধাত্রী পুজোর থিম ‘সম্প্রীতির উৎসবে দুই বাংলা’। নববর্ষে ঢাকায় যে শোভাযাত্রা হয়, তার অনুসরণেই সেজে উঠেছে মণ্ডপ। পাশাপাশি থাকছে বাঁকুড়া, পুরুলিয়ার শিল্পকলা এবং টেরাকোটাও। পুজোর দিনগুলিতে হিন্দু মুসলমান নির্বিশেষে অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের হাতে শীতবস্ত্র ও নতুন কাপড় তুলে দেওয়া হবে। 
     

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @