No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    পশুপাখিদের জন্য মহানগরের প্রথম ‘নো-হর্ন জোন’ পেল ইকো পার্ক

    পশুপাখিদের জন্য মহানগরের প্রথম ‘নো-হর্ন জোন’ পেল ইকো পার্ক

    Story image

    ইকো পার্কের পশুপাখিরা যাতে নিশ্চিন্তে থাকতে পারে, তার জন্যে ওই পার্কের আশেপাশে দু’কিলোমিটার রাস্তায় হর্ন বাজানো নিষিদ্ধ করল হিডকো। কলকাতায় এই প্রথম কোনো রাস্তায় পশুপাখিদের কথা মাথায় রেখে ‘নো-হর্ন জোন’ কার্যকর করা হল।

    বছরখানেক আগে ইকো পার্কের পশুপাখিদের বিষয়ে রাজ্য জীববৈচিত্র্য পর্ষদের থেকে তথ্য চেয়েছিল হিডকো। মাসখানেকে আগে জীববৈচিত্র্য পর্ষদ জানিয়েছে, ইকো পার্কে রয়েছে ১৩টি প্রায়-বিরল প্রজাতির প্রাণী। আছে ২৮ রকমের মাছ, ১৫ ধরনের মাকড়সা, ২৯ ধরনের মৌমাছি, ৫৭ রকমের পাখি। হলুদ গিরগিটি এবং বিচিত্র সব পরিযায়ী পাখির দেখা মেলে এখানে। হিডকো কর্তৃপক্ষকে পর্ষদ ইকো পার্কের সামনে ‘নো-হর্ন জোন’ ঘোষণার সুপারিশ করে।

    এমাসের ১৫ তারিখ হিডকো নিয়ম কার্যকর করে যে, ইকো পার্ক সংলগ্ন বিশ্ব বাংলা সরণিতে হর্ন বাজানো যাবে না। তবে, হর্ন বাজালে এখনই কোনো শাস্তির ব্যবস্থা রাখা হয়নি। হোর্ডিং, লিফলেট ও বিজ্ঞাপনের মাধ্যমে গাড়িচালকদের সচেতন করছে হিডকো। এতে কাজ না হলে কী ব্যবস্থা নেওয়া যায়, সেই বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবেন হিডকো কর্তারা। 

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @