যাত্রী-সুরক্ষা ও সময়ানুবর্তিতা পালনের ক্ষেত্রে নজির সৃষ্টি করবে ‘হেক্সা’

রাজ্যের পরিবহণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে শুরু হল হেক্সা সার্টিল বাস। যাত্রী–সুরক্ষা, স্বাচ্ছন্দ্য এবং সময়ানুবর্তিতা পালনের ক্ষেত্রে ইতিমধ্যেই নজির সৃষ্টি করেছে এই হেক্সা। ১১টি রুটে অন্তত ৪০টা এসি বাস ইতিমধ্যেই ছুটে বেড়াচ্ছে যাত্রীদের ঠিক সময়ে কাজের জায়গায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে। ব্যারাকপুর, বালি ও বারাসত থেকে এসডিএফ হোক, বা বানতলা থেকে ডিএলএফ আর রানিকুঠি, হাওড়া মন্দিরতলা ও মন্দিরতলা থেকে ইকোস্পেস যার মধ্যে অন্যতম। থেমে না থেকে, হেক্সা শীঘ্রই কলকাতায় শুরু করতে চলেছে স্কুল বাস পরিষেবাও। সহজেই বুকিং করে নিতে পারেন, যে কোনও অ্যান্ড্রয়েড অথবা আই ফোনে অন্তর্ভুক্ত গুগুল প্লে স্টোরে গিয়ে হেক্সা এইচ টু ও অ্যাপটি নামিয়ে। পেতে পারেন স্মার্ট পরিষেবা। হেক্সার প্রতিষ্ঠাতা ভাস্কর রায় সাংবাদিক বৈঠকে বলেন, বৃষ্টি অথবা মিছিলকে উপেক্ষা করেই এগিয়ে যাবে এই গাড়ি। বিশেষ প্রশিক্ষিত চালক ও রক্ষীর পাশাপাশি এর প্রতিটা স্কুল বাসে থাকবে অগ্নি– নির্বাপণ ব্যবস্থা, পানীয় জল এবং ফার্স্ট–এইড পরিষেবা।