No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    ক্যান্সার রোগ ‘পাপের’ ফল বলে কেন শাস্তি পাবেন না অসমের মন্ত্রী?

    ক্যান্সার রোগ ‘পাপের’ ফল বলে কেন শাস্তি পাবেন না অসমের মন্ত্রী?

    Story image

    আলবেয়্যার কামুর প্লেগ উপন্যাসে প্লেগ রোগীদের জন্য দিন রাত এক করে যে ডাক্তার কাজ করে যাচ্ছেন তাঁর সঙ্গে এক পাদ্রীর তর্ক চলছে, পাশে মরণাপন্ন এক শিশু। পাদ্রীও খুবই সেবা্য় বিশ্বাসী রোগী দরদী, কিন্তু বিশ্বাস করেন, প্লেগ পাপের ফল। ডাক্তার বলছেন, পৃথিবীতে এমন কোনও যুক্তি নেই যা দিয়ে একটি শিশুর মৃত্যুকে সমর্থন করা যায়। ধীরে থীরে নিজের বিশ্বাস ভেঙে পড়ছে পাদ্রীরও। প্রায় ৪০ বছর আগে ছাত্রবয়সে পড়া উপন্যাসের সেই নিঃশ্বাস বন্ধ করা প্রসঙ্গটি মনে পড়ে গেল, অসমের স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার কথায়। প্রাক্তন কংগ্রেসি, এই মহাপুরুষ বিজেপি নেতাটি বলেছেন, ক্যান্সার রোগীরা আসলে তাঁদের কর্মফল ভোগ করছেন। তিনি স্কুলের শিক্ষকদের বলেছেন, কাজে ফাঁকি দিলে অকালমৃত্য্যু হবে। ক্যান্সার হবে। রামকৃষ্ণের ক্যান্সার হবেছিল। খুবই কষ্ট পেয়েছিলেন অসুখে। বিজেপি নেতাটি হয়তো মনে করেন রামকৃষ্ণ কর্মদোষে রোগে আক্রান্ত হয়েছিলেন। বিবেকানন্দ খুবই কম বয়েসে মারা গিয়েছিলেন। জীবনানন্দ পথ দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। সবই তাহলে বিজেপি নেতার মতে কর্মফল। যেদিকে আমরা যাচ্ছি, এভাবে চললে এখন যেমন আমরা ইতিহাসে পড়ি মিশর সভ্যতা, সুমেরু সভ্যতা ইত্যাদি, তেমনি হয়তো ভবিষ্যতে কখনও ছাত্র ছাত্রীদের নিতে হবে ‘বিজেপি সভ্যতা’র পাঠ। রবীন্দ্রনাথ মনে পড়ে গেল, ‘জানি তারও পথ দিয়ে বয়ে যাবে কাল, কোথায় ভাসায়ে দেবে সাম্রাজ্যের দেশ-বেড়া জাল। জানি তার পণ্যবাহী সেনা/জ্যোতিষ্কলোকের পথে রেখামাত্র চিহ্ন রাখিবে না’।

    এই হিমন্তবিশ্ব শর্মাকে প্রশ্ন করতে ইচ্ছে হয়, কোন কর্মফলে আপনি কং আমলে কং-নেতা গরুবাদী আমলে গরুবাদী নেতা হয়ে মন্ত্রী হয়ে গেলেন? সে প্রশ্নের উত্তর এখনও মেলেনি। কিন্তু পৃথিবীর কয়েক কোটি ক্যান্সার রোগীকে কার্যত পাপী বলে তিনি যে নিদান দিলেন, তার শাস্তি তাঁকে কে দেবে? আদালতে মিথ্যা বললে আদালত অবমাননার শাস্তি হয়। তাহলে কোনও জনপ্রতিনিধি কয়েক কোটি অসুস্থ মানুষের (জনতার অংশ) অবমাননা করলে ‘জনতার আদালত’ অবমাননার জন্য কেন হিমন্তবিশ্ব শাস্তি পাবেন না? আর সেই শাস্তি হিসেবে নির্বাচন কমিশন তাঁর বিধায়ক পদ কেড়ে নেবে না কেন? ঘুরিয়ে দেশের সব ক্যান্সার আক্রান্ত রোগীকে দোষী বলে মন্তব্য করাটা ভারতীয় আইনে অপরাধ হিসেবে গ্রাহ্য হবে না কেন, সেই বিচারও করুন মহামান্য সুপ্রিম কোর্ট।
     

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @