যে স্টলের বই কিনতে পারবেন না বইপ্রেমীরা

সেন্ট্রাল পার্কে রমরমিয়ে চলছে ৪৩তম কলকাতা আন্তর্জাতিক পুস্তকমেলা। গত ৩১ জানুয়ারি বৃহস্পতিবার থেকে চলা এই বইমেলা শেষ হবে আগামী ১১ ফেব্রুয়ারি সোমবার। এবারের বইমেলায় স্টল বসেছে ৬০০টির কাছাকাছি আর লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে কমবেশি ২৫০টির মতো টেবিল সাজিয়ে বসেছেন লিটল ম্যাগাজিন কর্মীরা। বিশ্বের মোট ২৬টি দেশ অংশ নিয়ে মেলাটিকে আক্ষরিক অর্থেই আন্তর্জাতিক করে তুলেছে। এর মধ্যে আছে রাশিয়া, স্পেন, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, গ্রেট ব্রিটেন, ভিয়েতনাম, আর্জেন্টিনা, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরও বেশ কয়েকটি দেশ। লাতিন আমেরিকার মোট ১১টি দেশ তাদের স্টল নিয়ে হাজির থাকছে। এবারই প্রথম কলকাতা বইমেলার শরিক হল মধ্যপ্রাচ্যের সাংস্কৃতিক পীঠস্থান ইরান। থাকছেন দিল্লি, গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব, তামিলনাড়ু, কর্ণাটকের প্রকাশকরাও।
কলকাতা আন্তর্জাতিক পুস্তকমেলায় এবারের থিম দেশ ‘মায়া সভ্যতার হৃদয়’ – গুয়াতেমালা। গত ২৮ নভেম্বর একটি সাংবাদিক সম্মেলনে যখন থিম দেশের কথা ঘোষণা করা হয়েছিল, ভারতে গুয়াতেমালার রাষ্ট্রদূত জিওভান্নি কাস্তিলো সেদিন উন্মোচন করেন থিম দেশের লোগো। সেখানে লেখা ছিল, “দ্য হার্ট অফ দ্য মায়ান ওয়ার্ল্ড – গুয়াতেমালা”। এবারের বইমেলা উদ্বোধন করে গুয়াতেমালার সাহিত্যিক ইউডা মোরেস বলেন, “কলকাতার এই বিশাল বইমেলায় আসতে পেরে খুব ভালো লাগছে আমার। এই মেলা দেখে আমি মুগ্ধ। আমি এই বইমেলার সাফল্য কামনা করি”। থিম দেশের সম্মানে গত ১ ফেব্রুয়ারি বইমেলায় পালন করা হল গুয়াতেমালা দিবস। এর পাশাপাশি ৩ ফেব্রুয়ারি শিশু দিবস পালন করা হল আর ১০ ফেব্রুয়ারি উদযাপিত হবে বাংলাদেশ দিবস।
থিম দেশের স্টলে মায়া সভ্যতা নিয়ে বই আর ছবি প্রদর্শিত হওয়ার ব্যবস্থা থাকছে। রয়েছেন গুয়াতেমালার একজন শেফও, যিনি বইমেলায় হাজির করছেন সেই দেশের সুস্বাদু সব খাবার। পাওয়া যাচ্ছে সিডি, কেক, পুডিং। স্টল ভর্তি করে থরে থরে বই সাজানো থাকলেও সেই বই কিন্তু কেনার কোনো জো নেই। প্রত্যেক বইয়ের তাকেই লেখা রয়েছে “Not for Sale”। কলকাতার বইপ্রেমীদের জন্য বইমেলার শেষে এই বইগুলো তুলে দেওয়া হবে ইন্দো হিস্পানিক ল্যাঙ্গুয়েজ অ্যাকাডেমির হাতে। তার সঙ্গে এদের মধ্যে চারটে বই অনুবাদ করা হবে বাংলায়। ইউডা মোরালেসের রান্নার বই, শিশু সাহিত্য, একটি উপন্যাসের বই এবং খারিয়ার পায়েরাসের একটি বই থাকছে এর মধ্যে। থিম দেশের পাশাপাশি এবারের বইমেলার ফোকাস ‘লেপচা উপজাতি’।