No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    নিউ টাউনে পথচলা শুরু হল অ্যাপ-নির্ভর সবুজ সাইকেলের  

    নিউ টাউনে পথচলা শুরু হল অ্যাপ-নির্ভর সবুজ সাইকেলের  

    Story image

    কলকাতার স্মার্ট সিটি নিউ টাউন। সেখানেই এবার পথচলা শুরু হল অ্যাপ-নির্ভর সবুজ সাইকেলের। গতকাল অর্থাৎ মঙ্গলবার এই সবুজ সাইকেল পরিষেবার উদ্বোধন করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। করোনা আবহে একবারে নিরাপদ এবং সুরক্ষিত পরিবহণ পরিষেবায় আনা হয়েছে এই সাইকেল। কলকাতায় আলাদা করে সাইকেল লেন করা সম্ভব হচ্ছে না। কিন্তু নিউ টাউন পরিকল্পিত শহর, স্মার্ট সিটি। তাই সেখানে আলাদা করে তৈরি করা হয়েছে সাইকেল লেন।

    সব দিক থেকেই সুবিধা দেয় সাইকেল। পরিবেশবান্ধব এবং একইসঙ্গে পকেটবান্ধব। করোনাকালীন পরিস্থিতিতে ব্যাপক হারে বিক্রি বেড়েছে বিভিন্নরকম সাইকেলের। 

    এই বিষয়ে এনকেডিএ-র চেয়ারম্যান দেবাশিস সেন এদিন জানিয়েছেন, মোবাইলের প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিতে হবে ‘চার্টার্ড’ বাইক অ্যাপটি। পুরোপুরি জিপিএস-নিয়ন্ত্রিত বাইসাইকেল। ১০০টি অ্যাপনির্ভর সাইকেল ইতিমধ্যে চলে এসেছে। এমনকি এই সাইকেলের জন্য ২১টি ‘ডকিং স্টেশন’ করা হচ্ছে।
     

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @