No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    বয়স্কদের জন্য আলাদা বিভাগ কলকাতা মেডিক্যালে, রাজ্যে এই প্রথম

    বয়স্কদের জন্য আলাদা বিভাগ কলকাতা মেডিক্যালে, রাজ্যে এই প্রথম

    Story image

    দেশের অন্যতম নামকরা প্রতিষ্ঠান এইমস, সিএমসি ভেলোর, মাদ্রাজ মেডিক্যাল কলেজ, বিএইচইউ-র পাশে জায়গা করে নিল শতাব্দীপ্রাচীন কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। রাজ্যে এই প্রথম ষাটোর্ধ্বদের জন্য আলাদা বিভাগ চালু করল কলকাতা মেডিক্যাল কলেজ।

    ছেলেমেয়ে রাজ্যের বাইরে বা বিদেশে থাকলে অনেকসময়ই তাঁদের বাবা-মা’র হঠাৎ করে শরীর খারাপ করলে ডাক্তার দেখানোর মতো কেউ পাশে থাকে না। নিজেদের দেখভালের দায়িত্ব নিজেদেরই নিতে হয়। ষাটোর্ধ্ব বয়সীদের অন্যতম বড়ো সমস্যা অস্টিওআর্থ্রাইটিসের মতো রোগ। ডাক্তার দেখাতে গেলেও মেডিসিন বিভাগের আউটডোরে লম্বা লাইন দেখে বৃদ্ধ-বৃদ্ধারা কী করবেন বুঝতে পারেন না। ফলে অগত্যা দীর্ঘক্ষণ ভাঙা শরীর নিয়েই লাইনে দাঁড়াতে হয়। এই বয়সটা আসলে এমনই। কখন যে কী হয়, কেউ জানে না। কলকাতা মেডিক্যাল কলেজের উদ্যোগে এখন আর শুধু আলাদা আউটডোর নয়, প্রবীণ মানুষদের চিকিৎসার জন্য রাজ্যে প্রথম স্বতন্ত্র বিভাগ চালু হল।

    নিঃসন্দেহে এ এক বড়ো উদ্যোগ। সেখানকার গ্রিন বাড়িতে নতুন বোর্ড লেগেছে ইতিমধ্যেই। বিভাগের। চার আর পাঁচতলায় বয়স্ক পুরুষ ও মহিলা রোগীদের জন্য ১৫টি করে মোট ৩০টি অস্থায়ী শয্যার ব্যবস্থা করা হয়েছে। করোনার রেশ আরেকটু কমলে সুপার স্পেশালিটি বাড়ির চারতলায় পাকাপাকি জায়গা হবে এই বিভাগের। আউটডোর বাড়ির একতলায় আলাদা ঘরের ব্যবস্থা করা হয়েছে। ষাটোর্ধ্বদের জন্য প্রতি বুধবার জেরিয়াট্রিক আউটডোর ও বৃহস্পতিবার ডিমেনশিয়া বা স্মৃতিভ্রমের সমস্যার আউটডোর শুরু হয়েছে। রোগী দেখছেন নিউরোলজির ডাক্তাররাও। এরপর শীঘ্রই সাইকিয়াট্রি আউটডোরও হবে।

    হাসপাতাল সূত্রের খবর পাওয়া গেছে, আপাতত ছ’জন চিকিৎসককে নিয়ে বিভাগটি চালু হয়েছে। অনুমোদন মিললে তিন বছর পর বারো জন চিকিৎসক বয়স্কদের চিকিৎসায় বিশেষজ্ঞ হয়ে উঠবেন। প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া শাখা এ বিষয়ে চিকিৎসকদের প্রশিক্ষিত করতে ১০ জন মেন্টর চিকিৎসক স্থির করেছে। তাঁরাই প্রশিক্ষণ দিচ্ছেন দেশের বাছাই করা ১০০ জন ডাক্তারকে। কলকাতা শহরের বয়স্ক মানুষদের জন্য এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @