No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    শহরে আসছে মালবাহী ট্রাম

    শহরে আসছে মালবাহী ট্রাম

    Story image

    ট্রাম ছাড়া কলকাতা শহরকে চেনা যায় না। ১৮৭৩ সালে মহানগরে প্রথম ঘোড়ায় টানা ট্রাম এসে বিপ্লব ঘটিয়ে দিয়েছিল যাত্রী পরিবহনে। পরিবেশবান্ধব এই গাড়ি জনসাধারণের মন জিতে নিয়েছিল খুব সহজেই। এবার সেই ট্রামকে পণ্য পরিবহনের কাজেও ব্যবহার করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার।

    হাওড়া, ধর্মতলা, শেয়ালদার মতো যে সব বড়ো বড়ো বাজার থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় পণ্য সরবরাহ করা হয়, সেই সব বাজারের পাশ দিয়েই এই মালবাহী ট্রাম চালানো হবে বলে পরিবহন দপ্তরের সূত্রে খবর। পরিকল্পনা রয়েছে রাতেও ট্রাম চালানোর। এর ফলে ব্যবসায়ীদের এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য নিয়ে যাতায়াতে সুবিধা হবে।  

    ইতিমধ্যেই ৮টি মালবাহী ট্রাম বানানো হয়েছে নোনাপুকুর ট্রাম ডিপোয়। প্রত্যেকটি ট্রামে খরচ পড়েছে প্রায় ছ’লক্ষ টাকা। বিভিন্ন ডিপোয় এই ট্রামগুলি রাখা আছে। এর মধ্যে একটি ট্রামকে এক বহুজাতিক সংস্থা চুক্তিভিত্তিতে নিয়েছে। ওই সংস্থা মালবহনের কাজে ব্যবহার করছে ট্রামটিকে। 
     

    Tags:

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @