No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    জোড়া খুশির খবর উত্তরবঙ্গের ৭টি চা-বাগানে

    জোড়া খুশির খবর উত্তরবঙ্গের ৭টি চা-বাগানে

    Story image

    উত্তরবঙ্গের চা-শ্রমিকদের মধ্যে খুশির হাওয়া। জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের গ্রাসমোড় চা-বাগান খুলে গেল। গতকাল থেকেই কাজ শুরু হয়েছে চা-বাগানে। একমাস বন্ধ হয়ে পড়েছিল চা-বাগানটি। বাগানের কাজ ফের চালু হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি বাগানের প্রায় একহাজার চা-শ্রমিক।

    একইসঙ্গে, ডানকানস গ্রুপের আওতায় থাকা উত্তরবঙ্গের ৬টি চা-বাগানের জটিলতাও কেটে গেল। গত ২ মাস ধরে শ্রমিকদের বকেয়া বেতন সংক্রান্ত জটিলতা চলছিল ডানকান্স গ্রুপের বীরপাড়া, ধুমচিপাড়া, নাগেশ্বরী, কিলকট, গঙ্গারাম ও বাগরাকোট বাগানে। প্রায় ৬ হাজার চা-শ্রমিকের বেতন বন্ধ ছিল। চা-বাগান কর্তৃপক্ষ বাগান ছেড়ে চলেও গেছিলেন। কার্যত অচল অবস্থায় পড়েছিল চা-বাগানগুলি। শ্রমিক বস্তিতে আতঙ্ক বাড়ছিল ক্রমশ। এরপর ৮টি বকেয়া বেতনের দাবিতে আন্দোলন শুরু হয়। রাজ্য সরকারের উদ্যোগে গতকাল কলকাতায় ডানকান্স গ্রুপের সদস্য, চা-শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক হয়। সেই বৈঠক থেকেই সমাধানসূত্র মিলেছে। ঠিক হয়েছে আগামী মঙ্গল-বুধবারের মধ্যে ৩টি বকেয়া বেতন মিটিয়ে দেবে ডানকানস গ্রুপ। বাকি বকেয়া বেতন এপ্রিল মাসের মধ্যে মিটিয়ে দেওয়া হবে। 

    বৈঠক সফল হওয়ার খবরে খুশি আর স্বস্তির হাওয়া শ্রমিক মহল্লায়। ফের কাজ শুরু হবে ৬টি চা-বাগানেই।
     

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @