বঙ্গদর্শন ইনফরমেশন ডেস্ক
১০ আগস্ট, ২০২৪ ০৭:৫৬:২৩
গানওয়ালা ৬ : লাল পাহাড়ির দেশে যা : গাইছেন বাসুদেব দাস বাউল
বাসুদেব দাস বাউল বাংলার অন্যতম প্রখ্যাত একজন বাউল সাধক ও সংগীতজ্ঞ। গান গাইতে গাইতে তিনি পরিবেশন করেন খমক, একতারা ও দোতারা। বাসুদেব আন্তর্জাতিক সংগীতাঙ্গনে প্রথাগত বাউলসংগীত পরিবেশনের জন্য পরিচিতি লাভ করেন। ২০০৯ সালে দ্য ওয়েটিং সিটি অস্ট্রেলীয় চলচ্চিত্রে কাজ করে সুনাম অর্জন করেছেন। অ্যালবাম: একলা নিতাই।
প্রতিদিন সকাল ৯টায় এরকম অজস্র গান শুনতে এখনই সাবস্ক্রাইব করুন বঙ্গদর্শনের ইউটিউব চ্যানেল। ক্লিক করুন এখানে।