গানওয়ালা ৪৫ : আমাদের খেপিয়ে বেড়ায় : পরিবেশনায় শান্তিনিকেতন-শিশুতীর্থ ও ছায়ানট
স্বশান্তিনিকেতন শিশুতীর্থ অনাথ শিশুদের জন্য একটি আশ্রম। শিশুতীর্থের শিশুরা পড়াশোনার পাশাপশি গান-নাচ-নাটক উপস্থাপন করে, হস্তশিল্প নির্মাণ করে। এই শিশুতীর্থ ও কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংস্থার জন্য আর্থিক অনুদান সংগ্রহের লক্ষ্যে, ২০০৪ সালে রবীন্দ্রসংগীতের একটি অ্যালবাম প্রকাশিত হয়। যেখানে ভারত ও বাংলাদেশের প্রখ্যাত বাঙালি-অবাঙালি সংগীতশিল্পীদের সঙ্গে রবীন্দ্রনাথের গান পরিবেশন করেছিল শান্তিনিকেতন শিশুতীর্থ ও ছায়ানট (বাংলাদেশ)-এর শিশুশিল্পীরা।
রবীন্দ্রসংগীত
রাগ: বাউল
রচনাস্থান: শান্তিনিকেতন থেকে কলকাতা যাবার পথে ট্রেনে
স্বরলিপিকার: ইন্দিরা দেবী
অ্যালবাম: আনন্দধারা (২০০৪)
সৌজন্য ও স্বত্ব: পিঅ্যান্ডএম রেকর্ডস
প্রতিদিন সকাল ৯টায় এরকম অজস্র গান শুনতে এখনই সাবস্ক্রাইব করুন বঙ্গদর্শনের ইউটিউব চ্যানেল। ক্লিক করুন এখানে।