গানওয়ালা ৩৮ : বড়ো বিস্ময় লাগে : গাইছেন সাহানা দেবী
১৯০৮ সালের ১২ ফেব্রুয়ারি কলকাতায় অমিয়া দেবীর জন্ম। বাবা সুরেন্দ্রনাথ রায় ছিলেন সংগীতরসিক। তাঁরই আগ্রহে অমিয়ার গান শেখার শুরু বিষ্ণুপুর ঘরের গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়ের কাছে। “বেথুন কলেজে অমিয়া রায় বলে একটি মেয়ে আছে, তার গলা ঝুনুর চেয়েও ভালো”- প্রশান্তচন্দ্র মহলানবিশকে এক চিঠিতে একথা লিখেছিলেন রবীন্দ্রনাথ। পরে ঠাকুরবাড়ির বধূ হন সুগায়িকা অমিয়া ঠাকুর। ধ্রুপদী সংগীতে তাঁর দখল ছিল গভীর। ‘কাঞ্চনজঙ্ঘা’ চলচ্চিত্রে অমিয়া দেবীকে খালি গলায় ‘এ পরবাসে রবে কে’ গাইতে অনুরোধ করেছিলেন সত্যজিৎ রায়। সত্যজিতের অনুরোধে সিনেমায় প্রথম গান গাইলেন ঠাকুর বাড়ির এই বউ। সেই গান আজকের দর্শক-শ্রোতাকেও মুগ্ধ করে। বিশ্বভারতী সংগীত সমিতির নিবেদনে, রবীন্দ্রভবন ও পি অ্যান্ড এম রেকর্ডস-এর যৌথ উদ্যোগে প্রকাশিত হয়েছিল সাহানা দেবী, অমিয়া ঠাকুর ও মেনকা ঠাকুরের গান অবলম্বনে অ্যালবাম ‘বড়ো বিস্ময় লাগে’।
কথা ও সুর: রবীন্দ্রনাথ ঠাকুর
অ্যালবাম : বড়ো বিস্ময় লাগে
রাগ: সাহানা
স্বরলিপিকার: প্রফুল্লকুমার দাস
প্রতিদিন সকাল ৯টায় এরকম অজস্র গান শুনতে এখনই সাবস্ক্রাইব করুন বঙ্গদর্শনের ইউটিউব চ্যানেল। ক্লিক করুন এখানে।