No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    গানওয়ালা ১৩ : হৃদয় বাসনা পূর্ণ হল : গাইছেন মোহন সিং খাঙ্গুরা

    গানওয়ালা ১৩ : হৃদয় বাসনা পূর্ণ হল : গাইছেন মোহন সিং খাঙ্গুরা

    পঞ্জাব লুধিয়ানার পাট চুকিয়ে সেই কবেই শান্তিনিকেতন চলে এসেছিলেন মোহন সিং খাঙ্গুরা। কে পাঞ্জাবি আর কে বাঙালি, এত তর্কে কোনোদিন গা ভাসাননি। বরং নিজেকে ‘শান্তিনিকেতনি’ হিসেবেই পরিচয় দিয়েছেন চিরকাল। ৭৪ বছর বয়সী এই শাস্ত্রীয় ও রবীন্দ্রসংগীত শিল্পী পেয়েছেন সংগীত নাটক আকাদেমি পুরস্কার। রুদ্র নিঠুর স্নেহ - এই অ্যালবাম রেকর্ড করেছিল পি অ্যান্ড এম রেকর্ডস। গেয়েছিলেন ছয়জন স্বনামধন্য শিল্পী। এটি ছিল সুনামি-সাহায্যে বিশ্বভারতীর নিবেদন।

    কথা ও সুর: রবীন্দ্রনাথ ঠাকুর
    অ্যালবাম: রুদ্র নিঠুর স্নেহ

    প্রতিদিন সকাল ৯টায় এরকম অজস্র গান শুনতে এখনই সাবস্ক্রাইব করুন বঙ্গদর্শনের ইউটিউব চ্যানেল। ক্লিক করুন এখানে

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @