বঙ্গদর্শন ইনফরমেশন ডেস্ক
২০ নভেম্বর, ২০২৪ ০৮:০৫:৩০
গানওয়ালা ১০৬ : প্রভু আমার, প্রিয় আমার : গাইছেন লাইসা আহমেদ লিসা
লাইসা আহমেদ লিসা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একজন সংগীতশিল্পী। গানের পাশাপাশি তিনি একজন জৈব রসায়ন বিদ। বাংলাদেশ ছায়ানটের রবীন্দ্রসংগীত-শিক্ষক।
কথা ও সুর: রবীন্দ্রনাথ ঠাকুর
রাগ: কেদারা
রচনাকাল: ১৯১০
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
অ্যালবাম: অনেক দিনের আমার যে গান
ব্যানার: পি অ্যান্ড এম কমিউনিকেশনস
প্রতিদিন সকাল ৯টায় এরকম অজস্র গান শুনতে এখনই সাবস্ক্রাইব করুন বঙ্গদর্শনের ইউটিউব চ্যানেল। ক্লিক করুন এখানে।