পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগরে মানুষের ঢল

দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ মহকুমার অন্তর্গত সাগরদ্বীপ, একটি দ্বীপ হলেও আকারে যথেষ্ট বড়ো। কথিত আছে সাগর রাজার নাম থেকেই এই নাম। সাগরদ্বীপ আজ পশ্চিমবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। তবে তার সর্বভারতীয় পরিচিতি সাগর মেলার জন্য। পুণ্যকামী মানুষের সহজ সরল মেলা। এখানে দেখা যায় নানা পোশাকের মানুষের বিচিত্র সমাবেশ। নানা বৈচিত্র্য তাদের খাওয়া দাওয়া, আদবকায়দা, ভাষাতেও। প্রতি বছর পৌষ সংক্রান্তি তিথিতে মকর স্নান উপলক্ষে বসে এই মেলা। তার সঙ্গে চলে গঙ্গাপুজো, পিতৃতর্পণ, বৈতরণী পার প্রভৃতি ক্রিয়াকলাপ। মূলত স্নান চলে তিন দিন। সংক্রান্তির আগের দিন বাউনির স্নান, সংক্রান্তির দিন মকর স্নান এবং পয়লা মাঘ মাঘী স্নান। জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গের সব থেকে বড়ো মেলা হল এই সাগর। প্রতি বছর এখানে প্রায় পাঁচ লক্ষ মানুষ আসেন তীর্থ করতে। মকরসংক্রান্তি উপলক্ষে আজকের ছবিমহলের বিশেষ পর্ব। গঙ্গাসাগর থেকে ছবিগুলি তুলেছেন আলোকচিত্রী দেবাশিস নন্দী।
নেশা লাগিল রে...
এই বিস্তৃত হাঁটাপথ
বিকেলের শেষ রং
আগুন রঙা
চরাচর
নীল আকাশের নিচে
নীল আকাশে দাঁড়িয়ে আছে আলো