নতুন প্রজন্মকে বাংলায় গল্প শোনাবে মোবাইল অ্যাপ

এখনকার ছেলেমেয়েদের মধ্যে ইংরেজি মাধ্যমে পড়াশোনার প্রবণতা ক্রমশ বাড়ছে। উদার অর্থনীতির প্রভাবে ইংরেজি মাধ্যম স্কুলও আজকাল গড়ে উঠছে মোটামুটি সব জায়গাতেই। বিদ্যাচর্চায় মাতৃভাষা বাংলার থেকে ইংরেজি এবং হিন্দি ভাষা গুরুত্ব পাচ্ছে বেশি। যার ফলে নতুন প্রজন্মের বাংলা বই পড়ার অভ্যেসও ধীরে ধীরে কমে আসছে। অথচ বাংলা ভাষাতেই আছে কত বিশ্বমানের সাহিত্য। কিন্তু সেগুলোর স্বাদ থেকে একালের অনেক ছেলেমেয়েই বঞ্চিত। এরা সবাই বুদ্ধিমান, স্মার্ট। গল্পের প্রতি আকর্ষণ এদের প্রবল, ইংরেজিতে গল্প পড়ে, সিনেমা দেখে, ওয়েব সিরিজ দেখে। কিন্তু ঠিকঠাক বাংলা পড়তে জানে না বলে আমাদের নিজস্ব রসের অমূল্য ভাণ্ডার এদের কাছে অধরা থেকে গেছে। এবার সেই গুপ্তধনের চাবিকাঠি নিয়ে আসছে ‘গল্পওয়ালা’ নামের অডিও বুক অ্যাপ।
আরও পড়ুন
আসল ঘনাদার বাড়ি, শিবরাম এবং...
গল্প শুনতে কে না ভালোবাসে? প্রাচীন কাল থেকেই প্রবীণ মানুষরা তাঁদের অভিজ্ঞতার ঝুলি গল্পের ছলে উজাড় করে দিতেন অল্পবয়সীদের কাছে। তরুণরা সেখান থেকেই সংগ্রহ করে নিত বেঁচে থাকার রসদ। যখন লেখার পদ্ধতি আবিষ্কার হয়নি, সেই সময়ে শোনা কথাই এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সঞ্চারিত হত। এভাবেই তৈরি হয়েছে বেদ, উপনিষদ। কিছুদিন আগেও ঠাকুমা-দিদিমারা নাতি-নাতনিদের ভূত-পেত্নি-দৈত্য-দানোর গল্প বলে শোনাতেন। এখন যুগ পাল্টেছে। তবে গল্পের প্রতি মানুষের আকর্ষণ কমেনি। তখনকার দিনের ঠাকুমা-দিদিমারা যে দায়িত্ব পালন করতেন, তার ঘাটতি হয়তো কখনই মেটানো সম্ভব নয়, কিন্তু গল্প শোনার বিকল্প ব্যবস্থা তো করাই যেতে পারে। আর সে ব্যবস্থা যদি ডিজিটাল হয়, তাহলে তো কথাই নেই। এটাই ‘গল্পওয়ালা’-র ইউএসপি। নানান স্বাদের গল্প একেবারে হাতের মুঠোয়।
সপ্তাহখানেকের মধ্যেই গুগল প্লে স্টোরে পাওয়া যাবে ‘গল্পওয়ালা’ অ্যাপ। সেখানে থাকবে রবীন্দ্রনাথের ‘চিঠিপত্র’, শরৎচন্দ্রের ‘শেষ প্রশ্ন’, বিভূতিভূষণের ‘চাঁদের পাহাড়’ আর উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ‘ছেলেদের রামায়ণ’ নিয়ে ৩০ ঘণ্টার অডিও বুক। তারপর ক্রমশ আসতে থাকবে সুকুমার রায়, সত্যজিৎ রায়, মানিক বন্দ্যোপাধ্যায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এবং আরও সব বিখ্যাত গল্পকারকের লেখা গল্প। এইভাবে গোটা বাংলা সাহিত্যের অমূল্য সব সৃষ্টি আস্তে আস্তে পাওয়া যাবে গল্পওয়ালার অডিও বুক থেকে। প্রথম একমাস নিখরচাতেই গল্প শোনা যাবে। তারপর থেকে প্রত্যেক মাসে ১৫০ টাকা করে দিতে হবে। এক বছরের জন্য গ্রাহক হলে দিন প্রতি লাগবে ৩ টাকা। তবে ভারতের বাইরে থেকে এই অ্যাপটি ব্যবহার করলে খরচ একটু বেশি পড়বে।