রূপকথার নতুন ঠিকানা গজলডোবা

ভৌগোলিক অবস্থান দেখলে, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমায় ওদলাবাড়ির খুব কাছেই রয়েছে গজলডোবা। এলাকার অন্যান্য গ্রামের মতো গজলডোবার পাশেই গড়ে উঠেছে একটি চা বাগান, একই নামে। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য চারদিকে। কয়েক বছর আগে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে গজলডোবা হয়ে উঠেছে ট্যুরিস্ট ডেস্টিনেশন।
বৈকুণ্ঠপুর অরণ্য
তিস্তা নদীর ধারে বৈকুণ্ঠপুর অরণ্যের পাশে গজলডোবা গ্রাম। চাষের কাজে জল সরবরাহের জন্য তিস্তা নদীতে অনেকগুলি বাঁধ তৈরি করা হয়েছিল। যেগুলির থেকে মনোরম কিছু হ্রদের জন্ম হয়। শীতকালে রংবেরঙের পরিযায়ী পাখিরা আসতে থাকে। বেড়ে যায় গোটা অঞ্চলের সৌন্দর্য। পাহাড়, নদী, জঙ্গল, হ্রদ – সব নিয়ে যেন রূপকথার রাজ্য গজলডোবা। পর্যটক এবং স্থানীয় বাসিন্দা – সবার কাছেই আকর্ষণের কেন্দ্রবিন্দু।
অপালচাঁদ অরণ্য
আরেকটা সুবিধে হল, হাতে কাছে পেয়ে যাবেন বেশ কিছু ডেস্টিনেশন। যেমন শিলিগুড়ি (৩০ কিলোমিটার), জলপাইগুড়ি (৪০ কিলোমিটার), ওদলাবাড়ি (২০ কিলোমিটার) এবং গরুমারা জাতীয় উদ্যান (২৬ কিলোমিটার)। অর্থাৎ গজলডোবায় কয়েকদিন থেকে সহজেই ঘুরে আসতে পারবেন আশেপাশে। এই বিষয়টি মাথায় রেখেই পশ্চিমবঙ্গ সরকার এখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেয়। উন্নয়ন এবং পরিকাঠামোর জন্য চিহ্নিত করা হয় ২০০ একরের বেশি জায়গা। অদূর ভবিষ্যতে গজলডোবা যাতে হয়ে ওঠে জমজমাট ট্যুরিস্ট হটস্পট, তেমনই পরিকল্পনা নেওয়া হয়েছে।
ভোরের আলো ট্যুরিজম প্রপার্টি
আরও পড়ুন: কমলালেবু আর কুইনাইনের দেশ সিটং
সাইটসিয়িং-এর জন্য চারদিকে পাবেন মোহময় প্রকৃতি। দেখতে পারেন তিস্তা নদীর বাঁধ। ভাগ্য ভালো থাকলে সেখান থেকে বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা চোখে পড়বে। মৎস্যজীবীরা তিস্তার স্রোতে নৌকো চালিয়ে ভেসে যাচ্ছেন। অপালচাঁদ জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে চলেছে নদী। তবে বর্ষার মরসুমে গজলডোবার দৃশ্য খুব একটা সুখকর নয়। জায়গাটা হাতির জন্যও বিখ্যাত। আর বৈকুণ্ঠপুর অরণ্যের মায়াবী রূপ একদম মিস করবেন না।
ভোরের আলো
শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে গজলডোবা যাওয়া খুবই সহজ। বাগডোগরা বিমানবন্দর থেকে সড়কপথে দূরত্ব প্রায় ৩২ কিলোমিটার। থাকার সুবন্দোবস্ত করেছে রাজ্য সরকার। গজলডোবায় পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের নিজস্ব ভোরের আলো ট্যুরিজম প্রপার্টির এসি কটেজে পরিবার কিংবা বন্ধুদের নিয়ে থাকতে পারেন স্বচ্ছন্দে। বুকিং এবং অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ করুন –
West Bengal Tourism Development Corporation Ltd
DG Block, Sector-II, Salt Lake
Kolkata 700091
Phone: (033) 2358 5189, Fax: 2359 8292
Website: https://www.wbtdcl.com/
Email: visitwestbengal@yahoo.co.in, mdwbtdc@gmail.com, dgmrwbtdc@gmail.com