No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    সমস্ত দেওয়াল জুড়ে থ্রিডি সিনেমার জাদু

    সমস্ত দেওয়াল জুড়ে থ্রিডি সিনেমার জাদু

    Story image

    সে এক স্বপ্নের দুনিয়া। রূপকথার নায়ক নায়িকারা ঘুরে বেড়াচ্ছে একেবারে নাকের ডগায়, শুধুমাত্র সামনের দিকে নয়, দর্শকের চারদিকে এমনকি মাথার ওপরেও তাদের থ্রিডি উপস্থিতি। যেন হাত বাড়ালেই ছোঁয়া যাবে। এরকমই মায়ার জগৎ খুলে গেল সায়েন্স সিটির স্পেস থিয়েটারে।

    এতদিন বিড়লা তারামণ্ডলে দেখা যেত মহাকাশ বিষয়ক থ্রিডির চমক। সায়েন্স সিটিতে এবার শুধু মহাকাশ নয়, নানা বিষয়ে বিচিত্র সব ছবি দেখা যাবে। গত সোমবার দেখানো হয় ‘দ্য লাইফ অফ দ্য ট্রিজ’, এবং ‘অ্যাস্টোরয়েড : মিশন এক্সট্রিম’ নামের দুটি ত্রিমাত্রিক ছবি। সেদিনই দিল্লি থেকে ওই থিয়েটারের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহেশ শর্মা। 

    সায়েন্স সিটিতে দেখানো সিনেমাগুলোকে ইংরেজির পাশাপাশি বাংলা এবং হিন্দিতেও ডাব করা হবে। দ্বিমাত্রিক ছবিগুলি দেখতে টিকিট কাটতে হবে ১০০ টাকার আর ত্রিমাত্রিক ছবির জন্য টিকিটের দাম হবে ১২০ টাকা। তবে, ২০ জনের দলে এলে মাথাপিছু ১০০ টাকায় ত্রিমাত্রিক ছবি দেখার সুযোগ পাওয়া যাবে।  
     

    Tags:

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @