শীতের মরসুমে ডাক দিচ্ছে কলকাতার চার জনপ্রিয় ডেস্টিনেশন

শীতকাল মানেই বেড়ানো। ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভারতীয় জাদুঘরের মতো কলকাতার নানা দর্শনীয় স্থানে উপচে পড়ে ভিড়। যদিও এবার করোনা আবহে পরিস্থিতি অনেকটাই আলাদা। দীর্ঘ আট মাস এই জায়গাগুলি বন্ধ ছিল। অবশেষে মঙ্গলবার ভ্রমণার্থীদের জন্য খুলতে চলেছে মহানগরের চারটি জনপ্রিয় ডেস্টিনেশন।
কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আগামী ১০ নভেম্বর থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভারতীয় জাদুঘর, সায়েন্স সিটি এবং বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সায়েন্স মিউজিয়াম খুলে যাবে দর্শকদের জন্য। তবে চার জায়গাতেই করোনা সংক্রান্ত বেশ কিছু বিধিনিষেধ মানতে হবে কর্মী এবং দর্শনার্থীদের।
সংস্কৃতি মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, সবাইকে মাস্ক পরে থাকতে হবে। প্রবেশপথে থাকবে থার্মাল স্ক্রিনিং এবং স্যানিটাইজেশনের বন্দোবস্ত। নিরাপত্তারক্ষীরা পিপিই পরে থাকবেন। শারীরিক দূরত্ব মানতে হবে সবাইকে। প্রতি গ্যালারিতে একসঙ্গে ২০ থেকে ২৫ জন দর্শক প্রবেশ করতে পারবেন। গ্যালারির তাপমাত্রা রাখতে হবে ২৪ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর্দ্রতা থাকবে ৪০ থেকে ৭০। কাউন্টারে টিকিট কাটার সময় টাকার নোট ও কয়েন জীবাণুমুক্ত করতে থাকবে আলট্রাভায়োলেট স্টেরিলাইজেশন বক্স। তবে কাউন্টারে ভিড় এড়াতে জোর দেওয়া হচ্ছে অনলাইন টিকিটে। এছাড়া স্মার্ট ফোনে আরোগ্য সেতু অ্যাপ রাখারও পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন: দেশের প্রথম ‘টায়ার পার্ক’ কলকাতায়
ইতিমধ্যেই শহরের রেস্তোরাঁ এবং শপিং মল খুলে গিয়েছে। বুধবার থেকে রাজ্যে চলবে লোকাল ট্রেন। তারই মধ্যে চারটি দর্শনীয় স্থান খুলে যাওয়ার খবরে আনন্দিত ভ্রমণপিপাসুরা। মানুষ আনন্দে মেতে উঠুক শীতের মরশুমে, তবে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলা বাঞ্ছনীয়।