No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    ভারতবর্ষ থেকে কি হারিয়ে যাচ্ছে মুখোশ-শিল্প?

    ভারতবর্ষ থেকে কি হারিয়ে যাচ্ছে মুখোশ-শিল্প?

    Story image

    ভারতবর্ষ প্রাচীন লোকশিল্পের দেশ। এই দেশের মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে আছে মুখোশ সহযোগে নৃত্য। এর মধ্যে মিশে আছে উনিশ শতকীয় ধ্যানধারণা। মানুষকে বিভিন্ন ধর্মানুষ্ঠান থেকে তুলে নিয়ে এসে দেবতাজ্ঞানে পুজো করা। দেবতার থানে মাথা দেওয়ার রীতি কিংবা টোটেম-স্মৃতির মতো মুখোশকে ঘিরে থাকা লোকাচার বিশ্বাসের সঙ্গে জড়িয়ে আছে অলৌকিক ভাবনা বা জাদুবিশ্বাস। পাশাপাশি পুজো-পার্বণের আনন্দকে নতুন মাত্রা দিতে একসময় গুরুত্ব পেয়েছিল মুখোশ নৃত্য। মুখ ও মুখোশের দ্বন্দ্ব নিয়ে নৃত্যের আবেগেও নাটকীয় দ্বন্দ্ব তৈরি হল। গুরুত্ব পেল মানুষের মধ্যে জমে থাকা কাহিনি। নানা চরিত্র নিয়ে সেজে উঠল মুখোশ। পরবর্তীকালে এইসব মুখোশ শিশুদের খেলনা হয়ে উঠেছে, হয়ে উঠেছে গৃহসজ্জার উপকরণ। বর্তমানেও গোটা দেশ জুড়ে তৈরি হচ্ছে নিত্যনতুন মুখোশ। কিন্তু মুখোশের সঙ্গে জড়িয়ে থাকা লৌকিক আবেগ ও জাদুবিশ্বাস মুখোশের আড়ালেই যেন লুকিয়ে পড়েছে। কারণ শিল্পের পাশাপাশি শিল্পীও বাঁচতে চায়। আজ ছবিমহল জুড়ে রইল ভারতের ঐতিহ্যবাহী লোকশিল্পের কিছু নিদর্শন। নিজের শখ থেকেই সেগুলি ফ্রেমবন্দি করেছেন আলোকচিত্রী প্রতীক দে চৌধুরী।


    আমি তোমার দেহে ছড়িয়ে রাখছি যাবতীয় রং
    সেখানে পড়ে আছে মনের হায়না
    মুখেরও একটা মুখ থাকে, সারাদিন চেয়ে থাকি
    নবম অবতার ও একটি মানুষ
    তোমায় আদর করি, তোমায় নিজের মতো সাজাই
    আহ্লাদিত মুখোশ-মানুষ
    রং মাখি, তোমাদের জন্য দেবতা হয়ে উঠি বারবার
    সান্ধ্য-পুরাণ


    (সর্বসত্ব সংরক্ষিত)

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @