No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    বিশ্বরেকর্ড গড়ল কবিতা পত্রিকা ‘দৈনিক বজ্রকণ্ঠ’

    বিশ্বরেকর্ড গড়ল কবিতা পত্রিকা ‘দৈনিক বজ্রকণ্ঠ’

    Story image

    দৈনিক কবিতার পত্রিকা। তাও আবার একটানা ৫০০ দিন ধরে। ভাবা যায়! অসম্ভবকে সম্ভব করে একরকমই অনন্য দৃষ্টান্ত গড়লেন ত্রিপুরা রাজ্যের রাজধানী শহর আগরতলার বাসিন্দা তরুণ কবি রাজেশচন্দ্র দেবনাথ। তাঁর সম্পাদিত পত্রিকা ‘দৈনিক বজ্রকণ্ঠ’ শুধু বাংলা সাহিত্য নয়, সারা বিশ্বসাহিত্যের ইতিহাসে আলোড়ন সৃষ্টি করল। কিছু দৈনিক কবিতা পত্রিকা বাংলা এবং পৃথিবীর অন্যান্য কয়েকটি ভাষায় প্রকাশিত হয়েছে আগেও। তবে সেগুলোর কোনোটাই এতদিন ধরে নিরবিচ্ছিন্নভাবে প্রকাশিত হতে পারেনি। আসলে টানা ৫০০ দিন ধরে অনলাইনে কবিতার পত্রিকা প্রকাশ করা মোটেও সহজ ব্যাপার নয়। সামাজিক মাধ্যমে এমন বিস্ময় প্রকাশ করেছেন কেউ কেউ। তা সত্ত্বেও সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করে সারা দুনিয়ার সমস্ত কবিতাপ্রেমী এবং লিটল ম্যাগাজিনপ্রেমী লোকজনের কাছে মাইলস্টোন হয়ে রইল ‘দৈনিক বজ্রকণ্ঠ’। 

    ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। ২০১৮ সালের সেই প্রজাতন্ত্র দিবস থেকেই তারুণ্যের উন্মাদনা নিয়ে ‘দৈনিক বজ্রকণ্ঠ’ পত্রিকার যাত্রা শুরু হয়েছিল। পত্রিকার সম্পাদক রাজেশচন্দ্র দেবনাথ শূন্য দশকের তরুণ কবি। ইতিমধ্যেই তাঁর বেশ কিছু গল্প ও কবিতার বই প্রকাশিত হয়েছে। এই মুহূর্তে কবিতা লেখা এবং পত্রিকা সম্পাদনা করাই তাঁর একমাত্র ধ্যানজ্ঞান। যে কোনো মূল্যে এই দৈনিক পত্রিকাকে টিকিয়ে রাখতে তিনি বদ্ধপরিকর। বিশ্বের বিভিন্ন প্রান্তের সমকালীন কবিদের থেকে বাংলা কবিতা সংগ্রহ করেন রাজেশ। মূলত তরুণ কবিদের অবাধ বিচরণের উঠোন হিসেবে ‘দৈনিক বজ্রকণ্ঠ’ পরিচিতি লাভ করলেও এই পত্রিকা বয়োজ্যেষ্ঠ কবিদের সান্নিধ্য থেকেও বঞ্চিত হয়নি। পরিচিত, স্বল্পপরিচিত এবং অপরিচিত সম্ভাবনাময় কবিদের কবিতা এবং কবিতা ভাবনা এই পত্রিকাকে সমৃদ্ধ করে আসছে নিয়মিত। 

    ৯ জুন, ২০১৯-এ প্রকাশিত হয়েছে ‘দৈনিক বজ্রকণ্ঠ’-র ৫০০তম সংখ্যা। এই সংখ্যায় কলম ধরেছেন ভারত এবং বাংলাদেশের কবিরা। কবি প্রভাত চৌধুরী, সুবীর সরকার, সানি সরকার, বিশ্বরাজ ভট্টাচার্য, অর্তিথা মণ্ডল এবং তাহমিনা শিল্পী এই সংখ্যায় কবিতা লিখেছেন। অনলাইন হওয়ার সুবাদে সারা বিশ্বের বাংলা ভাষার পাঠকদের কাছে খুব সহজেই এই পত্রিকা পৌঁছে গেছে। সমাজের বিভিন্ন স্তরের পাঠকদের থেকে প্রশংসা আদায় করে নিয়েছে পত্রিকাটি। ৫০০তম সংখ্যা প্রকাশিত হয়ে গেলেও এখনই থামতে রাজি নন সম্পাদক রাজেশচন্দ্র দেবনাথ। বরং পরবর্তকালে পত্রিকায় আরও নতুন নতুন ভাবনার প্রলেপ এসে লাগবে, সেরকমই তাঁর আশা। ‘বঙ্গদর্শন’-এর প্রতিনিধিকে তিনি জানিয়েছেন, “ভবিষ্যতে অনলাইনের সঙ্গে প্রতিদিন মুদ্রণ আসবে। সেইভাবে পরিকল্পনা চলছে। সময়ের সঙ্গে সঙ্গে পত্রিকায় নতুনত্ব আনার চেষ্টা হবে”।

    অনলাইন কবিতা পত্রিকা 'দৈনিক বজ্রকণ্ঠ' পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন। 

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @