No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    ‘সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে’ – এবার কেসি পালের এই বিদঘুটে তত্ত্ব আসছে প্রেক্ষাগৃহে

    ‘সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে’ – এবার কেসি পালের এই বিদঘুটে তত্ত্ব আসছে প্রেক্ষাগৃহে

    Story image

    গ্যালিলিওর তত্ত্বকে ভুল প্রমাণ করার সাহস নিয়ে কেসি পাল ওরফে কার্তিক চন্দ্র পাল এক ‘অদ্ভুত’ ভিন্নধর্মী গবেষণায় মত্ত হলেন। তাঁর মতে, সূর্য নাকি পৃথিবীকে প্রদক্ষিণ করে। এমনকি এই তত্ত্ব নিয়ে লিখে ফেলেছেন আস্ত একটি বই ‘দ্য সান গোজ অ্যারাউন্ড দ্য আর্থ ওয়ান্স’। তাঁকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছিলেন অরিজিৎ বিশ্বাস। তাঁকে এবং তাঁর কাজকে সম্মান জানাতেই তাঁর চলচ্চিত্র নির্মাণ। গতবছর অর্থাৎ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৮-তে এই ছবির জন্য কলকাতা চলচ্চিত্র উৎসব থেকে সেরা পরিচালক হিসেবে হীরালাল সেন মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেয়েছিলেন অরিজিৎ।

    কেসি পালের এই ধারণা আজব হলেও এই তত্ত্বে তিনি বুঁদ রয়েছেন দীর্ঘদিন। এই ধারণা থেকে তিনি একচুলও সরতে রাজি নন। এবার তাঁকে নিয়েই নির্মিত ছবি ‘সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে’ দর্শকদের জন্য মুক্তি পেতে চলেছে। পরিচালকের পক্ষ থেকে বলা হয়েছে, শীঘ্রই মুক্তি পাবে ছবির ট্রেলার। প্রেক্ষাগৃহে চলে আসবে কয়েক মাসের মধ্যেই। একসময় বাড়ির উপর রাগ করে রাসবিহারী মোড়ের ফুটপাথেই কাটিয়েছেন আড়াই বছর। সেখান থেকেই প্রচার করেছেন নিজের তত্ত্ব। একটি সাক্ষাৎকারে কেসি পাল বলেছিলেন, “আমাকে চিঠি লিখে কেউ বলেছে দু-পায়ের গরু। কেউ ঘুঁটের মালা পরাতে চেয়েছে। কতজন কত খোঁটা দিয়েছে। কিন্তু আমার তত্ত্বের পক্ষে আমার যুক্তি অকাট্য।”

    একসময়ের রবীন্দ্র সদন চত্বরে লিফলেট বিলি করা এই ‘অদ্ভুত’ মানুষটিকে এবার দেখতে পাবেন বাংলার দর্শক। এর জন্য খুশি কেসি পালও। কেসি পালের চরিত্রে অভিনয় করেছেন মেঘনাদ ভট্টাচার্য।

    ছবিসূত্র- উইকিপিডিয়া 

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @