No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    গানওয়ালা ৪২ : মহাবিশ্বে মহাকাশে : এসরাজ-পরিবেশনায় পণ্ডিত বুদ্ধদেব দাস ও শুভায়ু সেন মজুমদার

    গানওয়ালা ৪২ : মহাবিশ্বে মহাকাশে : এসরাজ-পরিবেশনায় পণ্ডিত বুদ্ধদেব দাস ও শুভায়ু সেন মজুমদার

    সরাজ বাদক, পণ্ডিত বুদ্ধদেব দাস ১৯৮২ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত বিশ্বভারতীর সংগীতভবনে প্রশিক্ষণ নেন এবং ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে বিশ্বভারতীতেই অধ্যাপনা। এসরাজ বাদক হিসেবে তাঁর সুখ্যাতি রয়েছে দেশে-বিদেশে। আগামী প্রজন্মের মধ্যে এসরাজকে পৌঁছে দিতে তৈরি করেছেন অসংখ্য সুযোগ্য ছাত্র। সেইসঙ্গে বজায় রেখেছেন গুরুশিষ্য পরম্পরা। তারই নমুনা স্বরূপ, পণ্ডিত বুদ্ধদেব দাস ও তাঁর শিষ্য শুভায়ু সেন মজুমদারের এসরাজ বাদন অ্যালবাম আকারে প্রকাশ করে পি অ্যান্ড এম রেকর্ডস। রেকর্ড করা হয়েছিল শান্তিনিকেতনের দশটি রবীন্দ্রসংগীত।

    এসরাজ: পণ্ডিত বুদ্ধদেব দাস ও শুভায়ু সেন মজুমদার
    রবীন্দ্রসংগীত
    ব্যানার: পি অ্যান্ড এম রেকর্ডস

    প্রতিদিন সকাল ৯টায় এরকম অজস্র গান শুনতে এখনই সাবস্ক্রাইব করুন বঙ্গদর্শনের ইউটিউব চ্যানেল। ক্লিক করুন এখানে

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @