শিলিগুড়িতে বামেদের ‘তাস’ ইনিই – কী বলছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী?
সারা বাংলায় যখন বামেদের ভরাডুবি, শিলিগুড়ি পুরসভায় ঘুরে দাঁড়িয়েছিলেন প্রবীণ সিপিআই(এম) নেতা অশোক ভট্টাচার্য। মিডিয়া থেকে রাজনীতিক – নানা মহলে ‘শিলিগুড়ি মডেল’ হয়ে ওঠে চর্চার বিষয়। মেয়র এবং বিধায়ক হিসেবে মেয়াদ সম্পূর্ণ করার পর এবারের নির্বাচনেও অশোকবাবু লড়ছেন নিজের কেন্দ্র শিলিগুড়িতেই। বিরুদ্ধে রয়েছেন তৃণমূলের ওমপ্রকাশ মিশ্র এবং বিজেপির শঙ্কর ঘোষ, যিনি কয়েকমাস আগে পর্যন্ত অশোকবাবুর ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন।
অন্যদিকে, অশোকবাবুর পক্ষে প্রচারে নেমেছেন গতবারের পরাজিত তৃণমূল প্রার্থী তথা ফুটবলার বাইচুং ভুটিয়া। সব নিয়ে খেলা এখন তুঙ্গে। অশোক ভট্টাচার্যের সঙ্গে আড্ডা দিতে বঙ্গদর্শন ‘জন-গণ-মন’ পৌঁছে গিয়েছিল শিলিগুড়ি। আলাপচারিতায় উঠে এল শিলিগুড়ির উন্নয়ন থেকে বাম শিবিরের ভবিষ্যৎ – অনেক কিছুই। লিংকে ক্লিক করে দেখুন সম্পূর্ণ ভিডিও।