কলকাতার পথে ইলেকট্রিক বাস

কিছুদিন পরেই কলকাতায় চালু হতে চলেছে ব্যাটারিচালিত বাস। পরিবেশ দূষণ কমানোর জন্যই এই উদ্যোগ রাজ্য পরিবহন দপ্তরের। তারা এই বাসের নাম দিয়েছে ‘ইলেকট্রিক বাস’। বাসগুলিতে রিচার্জেবল ব্যাটারি থাকবে। সেই ব্যাটারির বিদ্যুতেই চলবে বাস প্রাথমিকভাবে ২৫টি বাস পরীক্ষামূলকভাবে চালু হবে শহরে। কলকাতার ট্রাম ডিপো থেকে এই বাসের রুট তৈরি করা হবে। ট্রাম ডিপোগুলোতে বিদ্যুৎ সংক্রান্ত কিছু পরিকাঠামো তৈরি থাকায়, এখানেই নয়া বাসের ব্যাটারিগুলো চার্জ দেওয়া যেতে পারে।
পরিবহন দপ্তর সূত্রে জানা গেছে, এ-ধরনের বাস চালানোর খরচ তুলনামূলকভাবে অনেক কম এবং এই বাস পরিবেশবান্ধব। এ ধরনের বাস থেকে শব্দও কম হয় এবং খনিজ তেলও লাগে না। সেসব বিবেচনায় এনেই এই বাস চালানোর পরিকল্পনা করা হচ্ছে।
পরবর্তীকালে আরও বাড়ানো হতে পারে ইলেকট্রিক বাসের সংখ্যা।