No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    রাষ্ট্রসংঘের উপদেষ্টা বোর্ডে স্থান করে নিলেন বাঙালি অর্থনীতিবিদ

    রাষ্ট্রসংঘের উপদেষ্টা বোর্ডে স্থান করে নিলেন বাঙালি অর্থনীতিবিদ

    Story image

    কোভিড অতিমারির ফলে বিপর্যয়ের শিকার হয়েছে বিশ্ব অর্থনীতি। দেখা দিয়েছে নতুন নতুন চ্যালেঞ্জ। পরিস্থিতি সামাল দিতে রাষ্ট্রসংঘ ২০ জনের উপদেষ্টা বোর্ড গড়ে তুলেছে। এঁদের মধ্যে স্থান করে নিলেন বাঙালি অর্থনীতিবিদ জয়তী ঘোষ। 

    রাষ্ট্রসংঘের ইউএনডিইএসএ বিভাগ ঘোষণা করেছিল, আর্থিক ও সামাজিক ক্ষেত্রে বিশ্বব্যাপী খ্যাতিমান ব্যক্তিত্বদের নিয়ে উচ্চস্তরের উপদেষ্টা বোর্ড (এইচএলএবি) গঠন করা হবে। আগামী দুই বছর এই বোর্ড স্থিতিশীল উন্নয়নের বিষয়ে রাষ্ট্রসংঘকে নেতৃত্ব দেবে। পরামর্শ দেবে মহাসচিব আন্তেনিও গুতেরেসকে। এর আগে ২০১৮ সালে জুন মাসে এমনই আরেকটি শক্তিশালী বোর্ড তৈরি করা হয়েছিল। 

    জয়তী ঘোষ

    অর্থনীতিবিদ জয়তী ঘোষ জন্মগ্রহণ করেন ১৯৫৫ সালে। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং এমফিল করেন। পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে। দেশ ও বিদেশের নানা খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠানে পড়িয়েছেন। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পাঠদান করেছেন প্রায় ৩৫ বছর। লিখেছেন বহু গবেষণাধর্মী বই। নয়া দিল্লির স্বেচ্ছাসেবী সংস্থা ইকোনমিক রিসার্চ ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। ইন্টারন্যাশানাল ডেভলপমেন্ট ইকোনমিক অ্যাসোসিয়েটস (আইডিইএস)-এর নির্বাহী সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ৬৫ বছর বয়সী জয়তী বর্তমানে ম্যাসাচুসেটস এমহার্স্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক। 

    জয়তী ঘোষ বামপন্থী ঘরানার চিন্তাবিদ হিসেবে পরিচিত। পশ্চিমবঙ্গ মানব উন্নয়ন প্রতিবেদনের মূল লেখক ছিলেন তিনি। জিতে নিয়েছেন রাষ্ট্রসংঘের উন্নয়ন কর্মসূচি পুরস্কার। এছাড়াও নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। বাংলা সংবাদপত্র গণশক্তি ছাড়াও ফ্রন্টলাইন, বিজনেস লাইন, ডেকান ক্রনিকলের মতো পত্রপত্রিকায় নিয়মিত লেখালিখি করেন। অন্যায় নিপীড়নের বিরুদ্ধে ছাত্র আন্দোলনকে সমর্থন করেন দৃঢ়ভাবে। রাষ্ট্রসংঘের উপদেষ্টা বোর্ডে তাঁর যোগদান বিশ্বের দরবারে বাংলার মুখ আরও উজ্জ্বল করল। 

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @