পর্বতারোহীদের জন্য মনোরম ইকো-রিসর্ট গড়ে উঠছে সান্দাকফুর পথে

সান্দাকফু – পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা প্রায় ৩৬৩৬ মিটার (১১,০০০ হাজার ফুটের কাছাকাছি)। পশ্চিমবঙ্গ-নেপাল সীমান্তে সিঙ্গালিলা পর্বতে রয়েছে এই শৃঙ্গ। একেবারে ধার ঘেঁষেই গড়ে উঠেছে সিঙ্গালিলা জাতীয় উদ্যান। শিখরের কাছেই পাবেন ছোটো একটি সুন্দর গ্রাম। এখানকার আরেকটি জাদু হল, সান্দাকফুর শীর্ষ থেকে দেখা যায় বিশ্বের সবচেয়ে উঁচু পাঁচটি শৃঙ্গের চারটিই – মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, লোতসে এবং মাকালু।
সান্দাকফুতে পর্বতারোহণ সারা ভারতেই বেশ জনপ্রিয়। নবীন এবং প্রবীণ – সব প্রজন্মই যেতে ভালোবাসেন। তবে থাকার জায়গার অভাব একটা বড়ো সমস্যা। কিছু ট্যুর অপারেটর তাঁবুর ব্যবস্থা করে ভ্রমণার্থীদের জন্য। যদি কেউ তাঁবু না পান, তাহলে কোনো টি-হাউজে রাত কাটাতে হয়।
২০১৯ সালে জানুয়ারিতে পশ্চিমবঙ্গ পতিত জমি উন্নয়ন নিগম এবং ডিভিশনাল বন আধিকারিক, উদ্যান এবং বাগিচা (উত্তর) ডিভিশন একসঙ্গে টেন্ডার আহ্বান করে টংলুতে ইকো-রিসর্ট গড়ে তোলার জন্য। মূল্য ঠিক হয় ৩ কোটির বেশি। কাজ এখন শেষের পথে। মে মাসে নির্মাণ সম্পূর্ণ হবে। এবছর পুজোর আগে সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ চালু হয়ে যাবে ইকো-রিসর্ট।
আরও পড়ুন: জগজীবনপুরে পাল যুগের বৌদ্ধবিহার
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০ হাজার ফুট উঁচুতে জাতীয় উদ্যানের ভিতরে আছে টংলু গ্রাম। সিঙ্গালিলা পর্বতের এক শৃঙ্গের নাম থেকে গ্রামের নাম এসেছে। মানেভঞ্জন থেকে সান্দাকফু যাওয়ার পথে বিশ্রামের জায়গা হিসেবে পর্বতারোহীরা একে চেনেন। মেঘমা পর্যন্ত গাড়িতে গিয়ে বাকি ২ কিলোমিটার হেঁটেও পৌঁছতে পারেন টংলু। সফর খুব সহজসাধ্য নয়। তবে, নিরিবিলি এই গ্রামে খানিক বিশ্রাম নিলে শরীর-মন তাজা হয়ে উঠবে। রডোডেনড্রন এবং ম্যাগনোলিয়াস ফুল ফুটলে সমস্ত গ্রাম রঙে ভরে যায়। জঙ্গলে দেখতে পাবেন ৬০০-র বেশি রকমের অর্কিড।
বর্ষার মরসুমে মে থেকে আগস্ট পর্যন্ত বন্ধ থাকে সান্দাকফু ভ্রমণ। বছরের অন্য যে কোনো সময় ঘুরে আসতে পারেন। প্রত্যেক ঋতুতে প্রকৃতির আলাদা আলাদা রূপ সেখানে। গ্রীষ্ম, শরৎ, শীত, বসন্ত – নিজের পছন্দ অনুযায়ী ছুটি নিয়ে বেরিয়ে পড়ুন।
ইকো-রিসর্ট চালু হয়ে গেলে পর্যটকরা থাকার জন্য একটি স্থায়ী আরামদায়ক সরকারি বন্দোবস্ত পাবেন। তার আগে ঘুরতে গেলে পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের মেঘবালিকা ট্যুরিজম প্রপার্টি (পূর্বতন দার্জিলিং ট্যুরিস্ট লজ)-এ থাকতে পারেন স্বচ্ছন্দে। সেখান থেকে সান্দাকফু যাওয়ার রাস্তা আছে বেশ কয়েকটি। টংলু এবং সান্দাকফু সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন –
West Bengal Tourism Development Corporation Ltd
DG Block, Sector-II, Salt Lake
Kolkata 700091
Phone: (033) 2358 5189, Fax: 2359 8292
Website: https://www.wbtdcl.com/
Email: visitwestbengal@yahoo.co.in, mdwbtdc@gmail.com, dgmrwbtdc@gmail.com