সার্ভিস বুক হাতে লেখার দিন শেষ

সরকারি কর্মীর কাছে সার্ভিস বুকের মতো মহার্ঘ জিনিস খুব কমই আছে। তাঁর চাকরিজীবনের যাবতীয় তথ্য লেখা থাকে সার্ভিস বুকে। চাকরিতে যোগ দেওয়ার তারিখ, ছুটি, পদোন্নতি, নিয়ম ভাঙা—সব। সার্ভিস বুকের ৫০টি পাতা কীভাবে ভরল, তার ওপরের নির্ভর করে চাকুরিজীবীর অবসরকালীন জীবন। অবসর নেওয়ার পর পেনশন হাতে পাওয়ার আগে দাখিল করতেই হয় সার্ভিস বুক। ফলে, এই চটি বই যেন সরকারি কর্মীর প্রাণভোমরা। কিন্তু, হাতে লেখার সময় সার্ভিস বুকে ভুল হয় অনেকসময়েই। সার্ভিস বুক হারিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। সেক্ষেত্রে বিপদের সীমা থাকে না।
এখন সেই বিপদ কমে আসবে অনেকটাই। রাজ্য সরকার ঠিক করেছে, ডিজিটাল পদ্ধতিতে সরকারি কর্মীদের যাবতীয় তথ্য সংরক্ষণ করা হবে। চালু হচ্ছে ই-সার্ভিস বুক। এতে তথ্য সংরক্ষণ সহজ ও নিরাপদ হবে। আপডেটিং-এও ঝামেলা থাকবে না। সার্ভিস বুক-কে ডিজিটাইজ করার কাজও শুরু হয়ে গেছে। এই কাজ দ্রুত শেষ করার নির্দেশও দিয়েছে প্রশাসন।
রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সরকারী কর্মীদের সংগঠনও।