No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    কাল থেকে কলকাতার রাস্তায় ই-বাস

    কাল থেকে কলকাতার রাস্তায় ই-বাস

    Story image

    যানবাহনের দূষণে নাকাল তিলোত্তমাকে স্বস্তি দিতে রাস্তায় নামছে ই-বাস। কাল, বুধবার থেকে, ২০টি ইলেকট্রিক বাসের দেখা মিলবে কলকাতার রাস্তায়। প্রত্যেকটি বাসই বাতানুকুল। এমনিতেই ভূ-ঊষ্ণায়নের জেরে বিশ্বজুড়ে জৈব জ্বালানির ব্যবহার কমানোর কথা জোরালোভাবে উঠতে শুরু করেছে। কলকাতায় বাস-সহ অন্যান্য যানবাহনের ক্ষেত্রে দূষণের সম্ভাবনা এমনিতেই বেশি। ভিড় রাস্তায় গাড়ির গতিবেগ কম থাকে। ফলে, জ্বালানির খরচ ও দূষণ দুই-ই বাড়ে। সেদিক থেকে ই-বাস প্রায় সম্পূর্ণ দূষণমুক্ত। একবার ফুল চার্জ দিলে প্রায় ১৫০ কিমি ছুটতে সক্ষম এই বাস। গতিবেগও মোটে কম নয়। ঘন্টায় ৮০ কিলোমিটার।

    আপাতত শ্যামবাজার-নবান্ন রুটে ১০টি করে, টালিগঞ্জ-এয়ারপোর্ট এবং জোকা-নিউ টাউন রুটে ৫টি করে ই-বাস চলবে। চলতি বছরেই কলকাতার প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ রুটেই পর্যায়ক্রমে ৮০টি বাস নামানোর পরিকল্পনা রয়েছে রাজ্য পরিবহন নিগমের। বাসগুলির চার্জ দেওয়ার জন্য ইতিমধ্যেই শহর জুড়ে ১৭টি চার্জিং স্টেশন তৈরির কাজ শুরু হয়ে গেছে। ১৫টি স্টেশনের কাজ শেষও হয়ে গেছে।

    আপাতত, দু’ধরনের ই-বাস আসছে কলকাতায়। ৩২টি আসনের এবং ৪০টি আসনের বাস। দাম পড়ছে ৭৫ লক্ষ থেকে ৮৮ লক্ষ টাকা। বাসে দ্রুত চার্জ দেওয়ার জন্য ১৫টি বিশেষ চার্জিং মেশিনও কেনা হয়েছে। এছাড়া, অন্যান্য চার্জিং মেশিন কেনা হয়েছে মোট ৬০টি। সব মিলিয়ে, কলকাতায় যাতে নির্বিঘ্নে ই-বাসের পরিষেবা মেলে, তার জন্য প্রায় সব কাজই গুটিয়ে এনেছে রাজ্য পরিবহন নিগম। 

    কাল, নবান্ন থেকে বাসগুলির পথচলার সূচনা করবেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    Tags:

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @