No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    ফ্রেমে বন্দি ওলন্দাজ কালী-কৃষ্ণ-দুর্গা এবার কলকাতায়

    ফ্রেমে বন্দি ওলন্দাজ কালী-কৃষ্ণ-দুর্গা এবার কলকাতায়

    ১৮ শতক থেকে ইংল্যান্ড, হল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্সের মতো ইউরোপের বিভিন্ন দেশের ছবি আঁকিয়েরা বাংলায় আসতে থাকেন। এখানকার স্থানীয় শিল্পীদের একটা অংশ ইউরোপীয় টেকনিক শেখা শুরু করেন তাঁদের থেকে। এই সময়েই বাঙালিদের আঁকা ছবিতে তেল রং এবং বিদেশী জল রং-এর ব্যবহার দেখা যায়। রামায়ণ, মহাভারত, দেবদেবী এবং পুরাণের বিভিন্ন চরিত্র ছিল এই ছবিগুলোর বিষয়বস্তু। এইভাবে দেশীয় স্টাইলের সঙ্গে পশ্চিমী টেকনিকের মিশ্রনে ছবি আঁকার একটা নতুন ঘরানা তৈরি হয়। এই নতুন ধারাকে ‘Early Bengal School’ বা ‘Dutch Bengal School’ বলে ডাকা হত। তখনকার স্থানীয় বিত্তবান মানুষেরা এই সব ছবি আঁকিয়েদের পৃষ্ঠপোষকতা করতেন। বামাপদ বন্দ্যোপাধ্যায় বা মতিলাল পাল ছাড়া খুব বেশি শিল্পীদের পরিচয় পাওয়া যায় না, ছবিতে স্বাক্ষর থাকত না বলে। এরকমই ২৯টি ছবি নিয়ে চিত্রকূট আর্ট গ্যালারিতে চলছে ‘বেঙ্গল ডিভাইন’ নামের প্রদর্শন। চলবে ২৫ নভেম্বর পর্যন্ত, বিকেল ৩টে থেকে রাত ৮টা। 

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @