No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    কম খরচে ভেন্টিলেটরের বিকল্প যন্ত্র তৈরি করল এনআইটি দুর্গাপুর 

    কম খরচে ভেন্টিলেটরের বিকল্প যন্ত্র তৈরি করল এনআইটি দুর্গাপুর 

    Story image

    করোনা রোগীরদের চিকিৎসায় প্রয়োজন হয় ভেন্টিলেটর। কিন্তু এই যন্ত্র সহজলভ্য নয়। এরই মধ্যে এনআইটি দুর্গাপুর তৈরি করল এমন যন্ত্র, যা ভেন্টিলেটরের বিকল্প হিসেবে রোগীর শরীরে কৃত্রিমভাবে অক্সিজেন সরবরাহ করতে সক্ষম। 

    এই যন্ত্র গড়ে তুলেছেন দুর্গাপুর ন্যাশানাল ইনস্টিটিউট অফ টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর শিক্ষক নির্মলবরণ হুই, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এর শিক্ষক নীলাঞ্জন চট্টরাজ এবং সিটি সেন্টারের নিউরো সার্জেন হার্দিক রাজগুরু। যন্ত্রটির নাম দেওয়া হয়েছে ‘প্রাণেশ’। এই ‘সেমি অটোমেটিক অ্যাম্বু-ব্যাগ ভেন্টিলেশন সিস্টেম’ বানাতে খরচ হয়েছে ২০০০ টাকার কাছাকাছি। 

    আর্টিফিশিয়াল ম্যানুয়াল ব্রিদিং ইউনিট বা এএমবিইউ ব্যাগ করোনা রোগীর মুখে পাম্প করলে চিকিৎসাকর্মীদের শরীরে ভাইরাস সংক্রমণের আশঙ্কা থাকে। কিন্তু ‘প্রাণেশ’-এর সাহায্যে স্বয়ংক্রিয় উপায়ে রোগীর দেহে অক্সিজেন সরবরাহ করা যাবে। সংক্রমণের কোনো সম্ভাবনা থাকবে না। আইসিইউ এবং অ্যাম্বুলেন্সে ব্যবহার করা যাবে এটি। ক্লিনিক্যাল ট্রায়ালে সফলভাবে উত্তীর্ণ হয়েছে ‘প্রাণেশ’।  

    কেন্দ্রীয় সরকারকে এই যন্ত্রের কথা জানানো হয়েছে। যোগাযোগ করা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। করোনা চিকিৎসায় যন্ত্রটিকে ব্যবহার করতে সরকারি পৃষ্টপোষকতা দরকার। ইতিমধ্যে সাহায্যের আশ্বাস দিয়েছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক। 

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @