এই বছর পুজোর সিনেমা নিয়ে দর্শকদের উদ্দীপনা কতটা?

১ অক্টোবর থেকে শর্তসাপেক্ষে খুলতে চলেছে এ রাজ্যের সিনেমা হল এবং অন্যান্য অডিটোরিয়াম। একথা জানিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই সব জায়গায় সামাজিক দূরত্ববিধি মেনে সব আয়োজনের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই দুর্গাপুজোর আগে এই ঘোষণায় খুশি সিনেমা, থিয়েটার, যাত্রা শিল্পের সঙ্গে যুক্ত প্রত্যেকে। এদিকে ১৫ অক্টোবর থেকে শর্তসাপেক্ষে দেশের সমস্ত মাল্টিপ্লেক্স ও সিনেমা হল খোলার অনুমতি দিল কেন্দ্র। অতএব নতুন ছন্দে ফিরছে বিনোদন দুনিয়া।
ব্রহ্মা জানেন গোপন কম্মটি
হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী
সামনেই পুজো। সিনেপ্রেমীদের প্রশ্ন, তাহলে পুজোয় কী কী সিনেমা মুক্তি পাচ্ছে? সম্প্রতি জানা গেছে কয়েকটি তথ্য। পুজোর সিনেমা নিয়ে এমনিতেই দর্শকদের একটা আলাদা উদ্দীপনা থাকে। এবার হলগুলি খোলার তোড়জোড় চলছে। পুজোতেই মুক্তি পাচ্ছে বহু প্রতিক্ষীত ছবি অনির্বাণ-মিমি অভিনীত ‘ড্রাকুলা স্যার’। শিবপ্রসাদ-নন্দিতা প্রযোজিত ছবি ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ আবার নতুন করে মুক্তি পেতে চলেছে। একইরকমভাবে ইন্দ্রাশিস আচার্য পরিচালিত ও ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ‘পার্সেল’-ও নতুন করে মুক্তি পাবার সম্ভাবনা আছে। তৈরি হয়ে পড়ে রয়েছে দেব-পরান বন্দ্যোপাধ্যায় অভিনীত ‘টনিক’। মুক্তির অপেক্ষায় দেব প্রযোজনা সংস্থার কমেডি ছবি ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’, যেখানে সংগীত পরিচালনার দায়িত্বে কবীর সুমন।
পার্সেল
টনিক
এছাড়াও মুক্তি পাবার কথা অঞ্জন দত্তের মিউজিক্যাল ‘সাহেবের কাটলেট’। সৌকর্য ঘোষালের ‘রক্ত রহস্য’। এমনকি সৃজিত মুখার্জির ‘জাতিস্মর’-ও নাকি আবার নতুন করে মুক্তি পেতে চলেছে। এমনও জল্পনা শুরু হয়েছে প্রযোজক-পরিচালকের ট্যুইটে। ১৬ এবং ২৩ অক্টোবর দু’টি শুক্রবার পড়েছে পুজোর আবহে। আশা করা যাচ্ছে এই দুই তারিখেই সমানভাবে ছবি মুক্তি পাবে।