No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগের উদ্যোগে দুর্গাপুজো ভ্রমণ  

    পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগের উদ্যোগে দুর্গাপুজো ভ্রমণ  

    Story image

    মহানগরের অনেকেই জানেন যে দুর্গাপুজোর সময় পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগ নামমাত্র খরচে ভ্রমণের ব্যবস্থা করে। সারা রাত ধরে কলকাতার বিখ্যাত পুজো মণ্ডপগুলি ঘুরিয়ে দেখানো হয়। স্থানীয় বাসিন্দা এবং দূরের পর্যটকদের কাছে দুর্গোৎসবের প্রাণময়তা ও গতিশীলতা নিজের চোখে দেখার এটি দারুণ সুযোগ। চলতি বছর কোভিড অতিমারির জন্য তাতে কিছু পরিবর্তন আনা হয়েছে। খুশির খবর এই যে, এবারও চালু থাকছে পুজোর ভ্রমণ।

    পুজো ভ্রমণ ২০১৮  

    ভ্রমণ শুরু হবে ট্যুরিজম সেন্টার, ৩/২ বিবাদী বাগ (পূর্ব), কলকাতা – ৭০০০০১ থেকে। সময়সূচির বদল ঘটবে। সারা রাত নয়, ভ্রমণ চলবে সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ৩টে পর্যন্ত। আরেকটি বড়ো পরিবর্তন হল, সরকারের নির্দেশ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেকবারের ভ্রমণে দর্শনার্থীদের সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হবে। ৩০ আসনের কোচে ১৫ জন বসতে পারবেন। আর ২৩ আসনের কোচে যাত্রী নেওয়া হবে ১১ জন। প্রাতরাশ এবং মধ্যাহ্নভোজের ব্যবস্থা থাকবে। করোনা স্যানিটাইজেশন এবং সামাজিক দূরত্বের বিধি মেনে চলা হবে কঠোরভাবে।

    এখনও অবধি ঠিক হওয়া ভ্রমণসূচি রইল নিচে – 

    উদ্বোধনী শারদোৎসব ভ্রমণ: ২০, ২১, ২২ অক্টোবর 
    গন্তব্য: কলেজ স্কোয়ার, মহম্মদ আলি পার্ক, কাশী বোস লেন, বাগবাজার সার্বজনীন, বাদামতলা আষাঢ় সংঘ, ৬৬ পল্লি, মুদিয়ালি ক্লাব, শিব মন্দির, একডালিয়া এভারগ্রিন, সিংহী পার্ক, হিন্দুস্তান রোড, রাজডাঙা নব উদয় সংঘ। 
    মূল্য: মাথাপিছু ২২০০/- টাকা
    সর্বাধিক অতিথির সংখ্যা: ১৫+১৫ (দু’টি এসি বাস) +১১ (একটি এসি ফোর্স বাস)

    দক্ষিণী শারদোৎসব ভ্রমণ: অক্টোবর ২৩, ২৪ ২৫  
    গন্তব্য: ম্যাডক্স স্কোয়ার, আদি বালিগঞ্জ সার্বজনীন, একডালিয়া এভারগ্রিন, সিংহী পার্ক, হিন্দুস্তান পার্ক, হিন্দুস্তান রোড, দেশপ্রিয় পার্ক, মুদিয়ালি ক্লাব, শিব মন্দির, বাদামতলা আষাঢ় সংঘ, ৬৬ পল্লি, চেতলা অগ্রণী ক্লাব। 
    মূল্য: মাথাপিছু ২২০০/- টাকা
    সর্বাধিক অতিথির সংখ্যা: ১৫ (একটি টাটা এসি বাস) +১১ (একটি এসি ফোর্স বাস) 

    উত্তরা শারদোৎসব ভ্রমণ: অক্টোবর ২৩, ২৪, ২৫ 
    গন্তব্য: মহম্মদ আলি পার্ক, কলেজ স্কোয়ার, বাগবাজার সার্বজনীন, কুমারটুলি পার্ক, আহিরীটোলা, পাথুরিয়াঘাটা পাঁচের পল্লি, রবীন্দ্র কানন, কাশী বোস লেন, তেলেঙ্গাবাগান, মানিকতলা চালতাবাগান, রামমোহন স্মৃতি সংঘ। 
    মূল্য: মাথাপিছু ২২০০/- টাকা
    সর্বাধিক অতিথির সংখ্যা: ১৫ (একটি টাটা এসি বাস) +১১ (একটি এসি ফোর্স বাস) 

    বিস্তারিক জানতে এবং বুকিংয়ের জন্য যোগাযোগ করুন – 

    West Bengal Tourism Development Corporation Ltd
    DG Block, Sector-II, Salt Lake
    Kolkata 700091
    Phone: (033) 2358 5189, Fax: 2359 8292
    Email: visitwestbengal@yahoo.co.in, 
    mdwbtdc@gmail.com, 
    dgmrwbtdc@gmail.com 
     

     

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @