No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    মায়া আর্ট স্পেসের উদ্যোগে এই প্রথমবার কিংবদন্তি চিত্রশিল্পীর উপর নির্মিত প্রামাণ্য তথ্যচিত্র   

    মায়া আর্ট স্পেসের উদ্যোগে এই প্রথমবার কিংবদন্তি চিত্রশিল্পীর উপর নির্মিত প্রামাণ্য তথ্যচিত্র   

    Story image

    যোগেন চৌধুরী, ভক্ত এবং বন্ধুমহলে যিনি 'যোগেনদা' নামেই অধিক পরিচিত। পূর্ব পাকিস্তানের শিকড় ছেড়ে একসময় কলকাতায় চলে এসেছিলেন পাকাপাকিভাবে। বেশিরভাগ সংগ্রামী চিত্রশিল্পীরা স্বপ্ন দেখেন, তাঁরা নিজেদের জীবনবোধ এবং চরম আশাবাদ এঁকে রাখবেন তাঁদের কাজে। কিন্তু যোগেন চৌধুরীর জন্য বাস্তবটা হয়তো একটু হলেও আলাদা। একসময় সরকারি চাকরি করতেন বাধ্য হয়েই; কারণ নিজের প্যাশনকে বাঁচিয়ে রাখতে হবে। কিছু মানুষ আসলে শিল্পী হয়ে জন্মগ্রহণ করেন, শিল্পের প্রতি এই খিদে থেকেই শিগগিরই চাকরি ছাড়লেন। কারণ যেকোনো প্রতিভা লালন করতে প্রচুর অনুশীলন লাগে। আর কোনো অবস্থাতেই শিল্পের প্রতি আপস করতে রাজি নন যোগেন, অতএব পুরোপুরি চিত্রাঙ্কন পদ্ধতি অনুসরণ করার সিদ্ধান্ত নিলেন তিনি, বাকিটা তো ইতিহাস।

    কলকাতার গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটস থেকে স্নাতক স্তরের পড়াশোনার পর, উচ্চশিক্ষার জন্য তিনি চলে গেলেন প্যারিসের ইকোল ন্যাশনাল সুপিরিয়র দে বিয়ো-তে। জাতীয় এবং আন্তর্জাতিক নানা জায়গায় অনেকগুলি শো করেছিলেন। বছরের পর বছর এই পরিশ্রমের ফলে ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন আমাদের সময়ের একজন অন্যতম গুরুত্বপূর্ণ চিত্রশিল্পী। বাংলা ছাড়িয়ে বিশ্বের কাছে হয়ে উঠলেন 'সাংস্কৃতিক অ্যামব্যাসাডার'। বর্তমানে তাঁর বাস শান্তিনিকেতনে। একসময় কলা ভবনে শিক্ষকতাও করেছেন। এমনকি তিনি সংসদের সদস্য হিসাবেও নির্বাচিত প্রতিনিধি। 

    এই সমস্ত তথ্য এবং আরও অনেক কিছু নিয়েই এই প্রথমবারের জন্য যোগেন চৌধুরীর উপর নির্মিত হয়েছে একটি প্রামাণ্য তথ্যচিত্র। কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ আর্ট গ্যালারি মায়া আর্ট স্পেস এমনই একটি উদ্যোগ নিয়েছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ARTALK। যেখানে দেখা যাবে ভারতবর্ষের প্রথিতযশা শিল্পীদের উপর নির্মিত বিভিন্ন তথ্যচিত্র। এই সিরিজের প্রথমজন যোগেন চৌধুরী। 

    ১৭ মে, রোববার, সকাল ১১টায় ARTALK- এর প্রথম ভিডিওটি দেখা যাবে মায়া আর্ট স্পেসের ফেসবুক পেজ থেকে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য লগইন করুন
    https://www.facebook.com/MayaArtSpace/

    ARTALK- এর প্রধান উদ্যোক্তা মায়া আর্ট স্পেসের কর্ণধার মধুছন্দা সেন। যিনি এই গ্যালারির মাধ্যমে সারা বছর ধরে অসংখ্য প্রবীণ এবং নবীন শিল্পীদের নিয়ে বিভিন্ন কর্মশালা এবং প্রদর্শনী আয়োজন করে থাকেন।

    যোগেন চৌধুরীর উপর নির্মিত এই তথ্যচিত্রটি পরিচালনা করেছেন শৌর্য দেব, যিনি এর আগেও প্রায় ১৫০টি বিজ্ঞাপনের ছবি, টেলিভিশন কর্মাশিয়াল, মিউজিক ভিডিও এবং তথ্যচিত্র নির্মাণ করেছেন। চিত্রগ্রাহক মৃণ্ময় মণ্ডল, যিনি জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি 'সহজ পাঠের গপ্পো'-তে আলোকচিত্রী হিসাবে কাজ করেছিলেন। আবহ নির্মাণ করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী সমন্তক সিনহা।

    কিংবদন্তি শিল্পী যোগেন চৌধুরীর উপর এই কাজটি দেখা এবং পাঠ করা অবশ্যই একটি বিরল অভিজ্ঞতা হয়ে থাকবে। যেখানে উঠে আসবে তাঁর ফরিদপুর থেকে কলকাতায় আসা এবং একজন সফল চিত্রশিল্পী হয়ে ওঠার জার্নি, এই জার্নিতে শিল্পকর্মের বিভিন্ন আঁকাবাঁকা পথ, কোমল অবয়ব, আড়াআড়ি রেখা অঙ্কনের পদ্ধতি এবং আরও অনেককিছু। 

    এর পাশাপাশি আমরা জেনে নেব তাঁর ভিতরে থাকা কবি মানুষটিকে এবং শান্তিনিকেতনের আদিবাসী সম্প্রদায়ের পাশে থাকার গল্প। দর্শকদের জন্য এই সম্পূর্ণ ভিডিওটি মুক্তি পাবে ১৭ মে, রোববার সকাল ১১টায়, মায়া আর্ট স্পেসের ফেসবুক পেজ-এ

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @