No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    বিশ্বে সর্বাধিক রোগীর চিকিৎসার জন্য গিনেস বুকে নাম তুললেন ‘১ টাকার ডাক্তার’  

    বিশ্বে সর্বাধিক রোগীর চিকিৎসার জন্য গিনেস বুকে নাম তুললেন ‘১ টাকার ডাক্তার’  

    Story image

    ডাঃ সুশোভন বন্দ্যোপাধ্যায়ের এখন বয়স ৮০-র উপর। বোলপুরের বাসিন্দারা তাঁকে ভগমান মানেন। মাত্র ১ টাকার বিনিময়ে ৫৭ বছর ধরে রোগীদের চিকিৎসা করছেন ডাঃ বন্দ্যোপাধ্যায়। ২০১৯ সালে এই বিশেষ কৃতিত্ব এবং সমাজসেবামূলক কাজের জন্য ভারত সরকার থেকে পেয়েছিলেন পদ্মশ্রী। তাঁর জীবনের এই চলার পথে যোগ হল নতুন পালক।

    ডাঃ বন্দ্যোপাধ্যায়ের নাম স্বর্ণাক্ষরে লেখা হল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। তাঁকে এই সম্মান দেওয়া হয়েছে বিশ্বে সর্বাধিক রোগীর চিকিৎসার জন্য। এখনও পর্যন্ত তিনি প্রায় ২০ লক্ষ রোগী দেখেছেন। যা রেকর্ড ছাড়িয়েছে। সেই তথ্যের বিচারে একটি রেজিস্ট্রি খাম আসে ডাঃ সুশোভন বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। আসে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মানপত্র।

    বারবার তিনি বলেন, যতদিন বাঁঁচবেন, রোগীদের সেবা করে যাবেন। বীরভূম জেলায় বলাবলি হয়, যার কেউ নেই, তার ডাঃ সুশোভন বন্দ্যোপাধ্যায় আছেন। লকডাউনে যখন ডাক্তারের হাহাকার চারিদিকে, সেই সময় প্রতিদিন প্রায় ১৫০ জন করে রোগী দেখেছেন এই ডাক্তার। তাঁকে কুর্নিশ জানাচ্ছে গোটা রাজ্য।
     

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @