বঙ্গদর্শন ইনফরমেশন ডেস্ক
৯ জানুয়ারি, ২০২১ ০২:৫৬:১৮
গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া ঢেঁকি বাংলার পিঠে
বাংলার ঐতিহ্য পিঠে। এ স্বাদের ভাগ হবে না। শীতের পৌষ পার্বণ মানেই বাঙালির ঘরে ঘরে পিঠে। রাজ্য সবলা মেলায় এবছর নদিয়া থেকে এসেছে ঢেঁকি বাংলার পিঠের এক স্বনির্ভর গোষ্ঠী। যাঁরা ঢেঁকি ছাটাই চালের গুঁড়ো দিয়ে নিজেরাই হরেকরকম পিঠে তৈরি করছেন আপনার জন্য। এই ভিডিওতে শুনে নিন কী বলছেন এই স্বনির্ভর গোষ্ঠীর সদস্য সলকা শিকারি।
লেখা ও সম্পাদনাঃ সুমন সাধু
ক্যামেরাঃ মৌনী মণ্ডল