No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    লকডাউনের মধ্যেই অলকাকে সঠিক ঠিকানায় পৌঁছে দিল হ্যাম রেডিও

    লকডাউনের মধ্যেই অলকাকে সঠিক ঠিকানায় পৌঁছে দিল হ্যাম রেডিও

    Story image

    দেশজুড়ে লকডাউন। কলকাতার রাস্তাঘাটও শূন্য। লকডাউন শুরু হওয়ার আগেই দিল্লি থেকে কলকাতায় এক বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিলেন তথ্যপ্রযুক্তি কর্মী অলকা কুমারী। কিন্তু লকডাউন শুরুর প্রথম দিনে দমদম বিমানবন্দরে রীতিমতো বিপর্যস্ত হয়ে বসেছিলেন অলকা। কারণ তাঁর মোবাইল খারাপ হয়ে যায়, এমনকি হারিয়ে ফেলেন ব্যাগ। হ্যাম রেডিওর সৌজন্যে অবশেষে জামশেদপুরের এক আত্মীয়ের বাড়ি পৌঁছাতে পারলেন তিনি।

    বিমানবন্দরে তাঁকে বসে থাকতে দেখে অনেকেই ভেবেছিলেন মানসিক ভারসাম্যহীন। দুর্ব্যবহারও করেন অনেকে। বিমানবন্দর কর্তৃপক্ষ করোনা টেস্টের জন্য অলোকাকে পাঠান এমআর বাঙ্গুর হাসপাতালে। করোনা পরীক্ষায় নেগেটিভ আসে। হাসপাতাল থেকেই খবর দেওয়া হয় ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সদস্য অম্বরীশ নাগবিশ্বাসের কাছে। অলোকার কাগজপত্র থেকে নয়ডায় তাঁর ভাইয়ের ঠিকানা, ফোন নম্বর পাওয়া যায়। লকডাউনের জন্য দিল্লিতে নিয়ে যাওয়া সমস্যা হয়ে দাঁড়ায়। কলকাতা পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের ছাড়পত্র ও একটি গাড়ি জোগাড় হয়। পাশে ছিলেন রাজ্য সরকারি সচিব ও হ্যাম সদস্য সুরেশ কুমার। হ্যামের পক্ষ থেকে সোমনাথ চক্রবর্তী নিজেই গাড়ি চালিয়ে জামশেদপুরে এক আত্মীয়ের বাড়িতে পৌঁছে দেন অলকা কুমারীকে।

    Tags:

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @