No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    শতবর্ষ শ্রদ্ধা মৃণাল সেন-দেব আনন্দ, ফোকাস কান্ট্রি স্পেন-অস্ট্রেলিয়া : একনজরে KIFF 2023

    শতবর্ষ শ্রদ্ধা মৃণাল সেন-দেব আনন্দ, ফোকাস কান্ট্রি স্পেন-অস্ট্রেলিয়া : একনজরে KIFF 2023

    Story image

    লকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হল ভারতের তৃতীয় প্রাচীনতম চলচ্চিত্র উৎসব। এই উৎসবের ২৯তম সংস্করণ উদযাপিত হবে আগামী ৫-১২ ডিসেম্বর পর্যন্ত। প্রতিবারের মতো সিনেমা দেখানো হবে নন্দন ১-২-৩, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, রাধা স্টুডিও, নজরুল তীর্থ ১-২, রবীন্দ্র ওকাকুরা ভবন-সহ সমস্ত সরকারি প্রেক্ষাগৃহে। সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, ২৯তম KIFF (29th Kolkata International Film Festival) শ্রদ্ধা জানাবে মৃণাল সেন এবং দেব আনন্দ-কে। মৃণাল সেনের শতবর্ষ এবং দেব আনন্দের শতবর্ষ উপলক্ষ্যে থাকছে বিশেষ বিভাগ। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ৫ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে সব ঠিক থাকলে আসতে পারেন বাংলার সদ্য প্রাক্তন ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান। এছাড়াও উপস্থিত থাকার কথা সালমান খান, সোনাক্ষী সিনহা, অনিল কাপুর, জয়া বচ্চন, মহেশ ভট্ট, সৌরভ গাঙ্গুলির। উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও অভিনেতা-অভিনেত্রীরা।

    ৫ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে সব ঠিক থাকলে আসতে পারেন বাংলার সদ্য প্রাক্তন ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান

    জানা গিয়েছে, উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে উত্তমকুমারের একটি ক্লাসিক ছবি। এ বছর উৎসবের ফোকাস কান্ট্রি হিসেবে থাকছে অস্ট্রেলিয়া এবং স্পেন। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান রাজ চক্রবর্তী সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, এই প্রথমবার বেঙ্গলি প্যানোরমা বিভাগকে প্রতিযোগিতামূলক করা হয়েছে, এবং সেইসঙ্গে সেরা ছবির জন্য পুরস্কারমূল্য হিসেবে থাকবে ৭.৫ লক্ষ টাকা।

    উল্লেখ্য, কলকাতা চলচ্চিত্র উৎসব পৃথিবীর একমাত্র উৎসব যেখানে পুরস্কারমূল্য সবচেয়ে বেশি। এছাড়া চলচ্চিত্র জমা দেওয়ার সময় কোনো প্রবেশমূল্যও লাগে না। যার ফলে পৃথিবীর সকল শ্রেণির সকল বয়সের স্বাধীন চলচ্চিত্র পরিচালক-প্রযোজকরা নিজেদের ছবি জমা দিতে পারেন। অন্যান্যবারের মতো এবারেও থাকছে গুরুত্বপূর্ণ সব প্রতিযোগিতা বিভাগ – আন্তর্জাতিক প্রতিযোগিতা (Innovation of Moving Images), ভারতীয় ভাষার চলচ্চিত্র প্রতিযোগিতা (Competition on Indian Language's Films), এশিয়ান সিলেক্ট নেটপ্যাক অ্যাওয়ার্ড (Asian Select NETPAC Award), ভারতীয় স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র প্রতিযোগিতা (Competition on Indian Short Films), ভারতীয় তথ্যচিত্র প্রতিযোগিতা (Competition on Indian Documentary Films) এবং বাংলা প্যানোরমা (Bengali Panorama)।

    এই প্রথমবার বেঙ্গলি প্যানোরমা বিভাগকে প্রতিযোগিতামূলক করা হয়েছে, এবং সেইসঙ্গে সেরা ছবির জন্য পুরস্কারমূল্য হিসেবে থাকবে ৭.৫ লক্ষ টাকা।

    অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

    এবার অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান পদটি বিশেষভাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্য তৈরি করা হয়েছে। রাজ চক্রবর্তী বলেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সবচেয়ে ভালো জানেন কীভাবে সবাইকে এক ছাদের নিচে আনা যায়। একইসঙ্গে একটি সফল অনুষ্ঠানের জন্যও তাঁর অভিজ্ঞতা প্রয়োজন সকলের। প্রতি বছরের মতো এবারেও KIIF-এর মাস্টারক্লাস বিভাগ থাকছে। জানা যাচ্ছে, মাস্টারক্লাসে বক্তব্য রাখবেন সুধীর মিশ্র, অনুরাগ বসু, মনোজ বাজপেয়ী এবং মণি রত্নমের মতো চলচ্চিত্র ব্যক্তিত্বরা। রবীন্দ্র সদন চত্বরের একতারা মুক্তমঞ্চে প্রতিদিন থাকবে চলচ্চিত্র বিষয়ে নানাবিধ আলোচনা এবং ক্যুইজ।

     

    KIFF অফিশিয়াল লোগো

    পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ কর্তৃক আয়োজিত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৯তম সংস্করণ উদযাপিত হবে ভারতের সাংস্কৃতিক রাজধানী কলকাতায়। এই সিনে-উৎসব ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম প্রোডিউসারস অ্যাসোসিয়েশন (FIAPF) দ্বারা স্বীকৃত। বিশ্বমানের চলচ্চিত্র প্রদর্শনে দৃঢ় অঙ্গীকার KIFF-এ এবছর দেখানো হবে জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া, স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, চিলি, বেলজিয়াম, আজারবাইজান, ইরান, ইরাক, ফিলিপিন্স, দক্ষিণ কোরিয়া, নেপাল, মায়ানমার, জাপান, কিউবা, বাংলাদেশ, ভারত-সহ পৃথিবীর আরও দেশের চলচ্চিত্র।

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @