No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    নতুন চোখে কাশ্মীর – ছবি তুললেন সুস্মিতা দুবে

    নতুন চোখে কাশ্মীর – ছবি তুললেন সুস্মিতা দুবে

    Story image

    কাশ্মীর! ভারতের ভূস্বর্গ। আহা তার রূপের বাহার! দক্ষিণ-পশ্চিমে পীর পাঞ্জাল রেঞ্জ এবং উত্তর-পূর্বে হিমালয় রেঞ্জ। মাঝে একফালি কাশ্মীর সুন্দরী। কী পাবেন সেখানে? গুলমার্গের জনপ্রিয় স্কিইং- একটি তুষারময় পাহাড়, নিলগ্রার সোনমার্গে সিন্ধু নদী, পাহলগাঁও উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত লিডার নদী, নিশাত বাগ, শালিমার বাগান আরও কত কী। কাশ্মীরের রূপের ছটায় হয়তো ঢাকা পড়ে যায় বহু বছরের জমে থাকা যাবতীয় দুঃখ-কষ্ট। সব কি ঢাকা পড়ে! সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনার (৩৭০ ধারা বিলোপ) পর কেমন আছে কাশ্মীর? আমরা কি জানতে চেয়েছি একটিবার? তরুণ আলোকচিত্রী সুস্মিতা দুবে কয়েকদিন আগেই ঘুরে এসেছেন এই কাশ্মীর থেকে। তখনও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হয়নি। সুস্মিতার ফ্রেমে ধরা পড়েছে কাশ্মীরের মানুষের চিত্র। তাঁদের বেঁচে থাকার কিছু টুকরো টুকরো ছবিই দেখা যাবে আজকের ছবিমহলে। ছাড়পত্রের কবি সুকান্ত ভট্টাচার্য বহু বছর আগে লিখেছিলেন, “কঠোর গ্রীষ্মে সূর্যোত্তাপে জাগা-/ কাশ্মীর আজ চঞ্চল-স্রোত লক্ষঃ/ দিগ্‌দিগন্তে ছুটে ছুটে চলে দুর্বার/ দুঃসহ ক্রোধে ফুলে ওঠে বক্ষ।” বঙ্গদর্শন ছবিমহলে আজ নতুন চোখে কাশ্মীর।






    *সর্বসত্ব সংরক্ষিত

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @