No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    দাওয়াইপানি গ্রাম থেকে সরাসরি দেখা যায় কাঞ্চনজঙ্ঘা

    দাওয়াইপানি গ্রাম থেকে সরাসরি দেখা যায় কাঞ্চনজঙ্ঘা

    Story image

    সামনেই আসছে গ্রীষ্মকাল। মন চাইবে ঠান্ডা কোথাও গিয়ে কাটিয়ে আসতে। দার্জিলিং-এ অনেক লোক গিয়ে ভিড় জমাবে ততদিনে। আপনি খুঁজছেন নিরিবিলি কোনো জায়গা। এই সময়ে পাড়ি দিতে পারেন দার্জিলিং-এর কাছেই একটা ছোট্ট গ্রামে। পর্যটকদের কাছে একটু অফবিট ঠিকই। কিন্তু যাঁরা প্রকৃতি ভালোবাসেন, তাঁদের কাছে স্বর্গরাজ্য। 

    টাইগার হিলের উল্টোদিকে ৬৫০০ ফুট উচ্চতায় জঙ্গলে ঘেরা গ্রাম দাওয়াইপানি। দার্জিলিং শহর থেকে দূরত্ব মাত্র ১৫ কিলোমিটার। শান্ত এই গ্রামটি থেকে সোজাসুজি দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা। আরও বেশ কিছু শৃঙ্গের অপার্থিব সৌন্দর্য মন ভালো করে দেবে। নামচির চারধাম এবং সামদ্রুপসে মঠও স্পষ্ট দেখা যায় এখান থেকে। আর দেখা যায় দার্জিলিং শহর। সূর্য ডুবলে দার্জিলিং-এর দিকে তাকাবেন, মনে হবে যেন দীপাবলি চলছে। প্রত্যেক রাতে এভাবেই আলোয় সেজে ওঠে গোটা শহর। দাওয়াইপানি থেকে সূর্যোদয় আর সূর্যাস্তের দৃশ্য আসাধারণ। 

    দাওয়াইপানি নদীর পাশে ঘুরেও মজা পাওয়া যায়। নদীর থেকেই গ্রামের নাম এসেছে। লোকে বলে, এই নদীর জল নাকি ওষুধের মতো কাজ করে। এভাবেই ‘দাওয়াইপানি’ নামের উৎপত্তি। ‘দাওয়াই’ মানে ওষুধ আর ‘পানি’ মানে ‘জল’। 

    পাহাড় চড়ার সুযোগও আছে এখানে। আর যাঁরা পাখি ভালোবাসেন, হিমালয়ের জানা-অজানা বিচিত্র সব পাখি দেখে দিন কাটিয়ে দেবেন অনায়াসে। ফটোগ্রাফির জন্যও আদর্শ এই জায়গা। 

    কী কী দেখবেন
    কুয়াশায় ঘেরা পাহাড়, জঙ্গলের অজানা-অচেনা গাছপালা – সব নিয়ে জায়গাটি অনবদ্য। দাওয়াইপানির আশেপাশে বিখ্যাত কয়েকটি চা বাগিচা রয়েছে – যেমন গ্লেনবার্ন, লামাহাট্টা, তাকদা চা বাগান। যে কোনো একটায় ঘুরে আসতে পারেন সহজেই। বাগান থেকে চা তোলা কিংবা প্রক্রিয়াকরণ দেখতে পাবেন সরাসরি। চেখে নিতে পারেন বাগানের টাটকা চা। দার্জিলিং শহর তো ঢিল ছোঁড়া দূরত্বে। সেখানে একদিনের সফরে গিয়ে ঘোরাঘুরি, কেনাকাটা, খাওয়াদাওয়া করে ফিরে আসতে পারবেন। আরও কয়েকটি হিল স্টেশনে এখান থেকে যাওয়া যায়। যেমন লামাহাট্টা, সিটং অথবা কালিম্পং। 

    কখন যাবেন
    দাওয়াইপানিতে সারা বছরই ঠান্ডা থাকে। তবে বর্ষার সময়ে প্রচণ্ড বৃষ্টি হয়। তখন না যাওয়াই ভালো। বছরের অন্য যে কোনো সময়ে আপনি এই গ্রামে ঘুরে আসতে পারেন। তবে পর্যাপ্ত গরম জামা নিতে ভুলবেন না।

    কীভাবে যাবেন
    ট্রেনে যেতে চাইলে হাওড়া বা শিয়ালদহ স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছতে হবে। সেখান থেকে ৭৬ কিলোমিটার দূরে এই গ্রাম। গাড়ি ভাড়া করে যেতে সময় লাগবে ২ ঘণ্টা ৫০ মিনিটের মতো। প্লেনে বাগডোগরা নেমেও যাওয়া যায়। এয়ারপোর্ট থেকে ৭৫ কিলোমিটার পেরিয়ে দাওয়াইপানি পৌঁছতে ৩ ঘণ্টার মতো লাগবে। 

    কোথায় থাকবেন
    দাওয়াইপানিতে হোম স্টের বন্দোবস্ত আছে। দু’টির ফোন নম্বর দেওয়া হল – 
    রোভার্স স্টে, ফোন নম্বর - ৯০০৭১৩৮৫০৪
    বীরেনস হোম স্টে, ফোন নম্বর - ৯৬৪১৪৫২৭১৮

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @